বিশ্বজমিন

পরবর্তী মহামারি হবে অধিক প্রাণঘাতী- সারা গিলবার্ট

মানবজমিন ডেস্ক

৬ ডিসেম্বর ২০২১, সোমবার, ১০:৩০ পূর্বাহ্ন

পরবর্তী মহামারি হতে পারে করোনা ভাইরাস থেকেও অধিক প্রাণঘাতী। এ সতর্কতা দিয়েছেন অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার টিকা উদ্ভাবনকারী বিজ্ঞানীদের অন্যতম প্রফেসর সারা গিলবার্ট। ৪৪তম রিচার্ড ডিম্বলবি লেকচারে তিনি এ কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।এতে তিনি সতর্কতা দিয়েছেন। বলেছেন, মহামারি প্রস্তুতিতে অধিক পরিমাণ অর্থের প্রয়োজন। তার কাছে হেরে যাওয়ার আগেই প্রতিরোধ করা অত্যাবশ্যক। এছাড়া তিনি করোনাভাইরাস এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কে সতর্কতা উচ্চারণ করেন। বলেন, বর্তমান যেসব টিকা আছে তা ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কমেই হতে পারে। এ ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানা না যাওয়া পর্যন্ত সচেতনতা অবলম্বন করা উচিত।

তিনি আরো বলেন বর্তমানে যে ভাইরাস সংক্রমণ হয়েছে এটাই সর্বশেষ ভাইরাস নয়। আমাদের জীবন এবং জীবিকাকে হুমকিতে ফেলেছে এই ভাইরাস সংক্রমণ। প্রকৃত সত্য হলো- এর পরবর্তী ভাইরাস সংক্রমণ বা মহামারি হবে আরও ভয়াবহ। যা হবে আরও অধিক মাত্রায় সংক্রামক, অধিকমাত্রায় প্রাণঘাতী অথবা উভয়ই।

তাই এখনই প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানান তিনি। বলেন, আমরা যে অগ্রগতি, যে জ্ঞান অর্জন করেছি, সেটাকে হারিয়ে যেতে দেয়া যাবে না। ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে তিনি বলেন, স্পাইক প্রোটিনে যে রূপান্তর ঘটছে তার কারণে এই ভাইরাস অধিক মাত্রায় সংক্রামক। এর অর্থ হলো এই ভাইরাসে নতুন করে পরিবর্তনের অর্থই হচ্ছে টিকার ফলে দেহে যে এন্টিবডি তৈরি হয়েছে অথবা অন্য ভ্যারিয়েন্ট এর ফলে যে এন্টিবডি তৈরি হয়েছে- তা কম মাত্রায় ওমিক্রনের কাছে প্রতিরোধক্ষমতা সৃষ্টি করতে পারবে। তাই যতক্ষণ পর্যন্ত আমরা এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সর্তকতা অবলম্বন করা উচিত এবং এমন পদক্ষেপ নেয়া উচিত যার ফলে এই ভ্যারিয়েন্টের বিস্তার কমে যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status