খেলা

শিষ্যদের ভুল পোড়াচ্ছে চেলসি কোচকে

স্পোর্টস ডেস্ক

৬ ডিসেম্বর ২০২১, সোমবার, ৯:১০ অপরাহ্ন

টানা তিন ম্যাচে খেলোয়াড়দের ভুলের মাশুল গুনলো চেলসি। সর্বশেষ ওয়েস্ট হ্যামের বিপক্ষে। এ নিয়ে যারপরনাই হতাশ দলটির জার্মান কোচ টমাস টুকেল। তিনি বলেন, ‘এমন ভুল করতে থাকলে আর ফলের আশা করতে হবে না।’ শনিবার লন্ডন ডার্বিতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে এক পর্যায়ে ২-১ গোলে এগিয়ে ছিল চেলসি। সেখান থেকে ৩-২ গোলের হার। গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডির ভুলে দুই গোল হজম করে চেলসি। এই হারে ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান খুইয়ে তিনে নেমে গেছে ‘অল ব্লু’ খ্যাত দলটি। আগের ম্যাচে ওয়াটফোর্ডের বিপক্ষে জয় পেলেও খেলোয়াড়দের ভুলে চেলসি এক গোল হজম করেছিল। একই ঘটনা ঘটে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও। এ নিয়ে চেলসি কোচ টমাস টুকেল বলেন, ‘পরিষ্কার দেখছি পাচ্ছি আমরা প্রতিপক্ষকে সহজ গোলের সুযোগ দিচ্ছি। এটা খুুবই বেমানান। আমাদের ভুলগুলো বড়। প্রতিপক্ষ সেগুলোকে কাজে লাগিয়ে অনায়েসেই গোল আদায় করে নিচ্ছে। এ নিয়ে টানা তিন ম্যাচে আমরা একই কাজ করলাম। আজ ভুলগুলো না করলে ম্যাচটা আমরাই জিতলাম।’ তিন নম্বরে থাকা চেলসির ১৫ ম্যাচে সংগ্রহ ৩৩ পয়েন্ট। তাদের চাইতে এক পয়েন্ট এগিয়ে দুইয়ে লিভারপুল। শনিবার ডিভক অরিগির একমাত্র গোলে উলভারহ্যাম্পটনকে হারায় তারা। লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপকে ম্যাচের পর জিজ্ঞেস করা হয়, চেলসির হার তার দলের ওপর কোনো প্রভাব ফেলবে কিনা। ক্লপের জবাব ছিল, ‘চেলসির পরাজয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার দলের কত পয়েন্ট সেটাই তো আমি জানি না!’ চেলসির হারে বেশি লাভ হয়েছে ম্যানচেস্টার সিটির। ওয়াটফোর্ডের মাঠে ৩-১ গোলের জয়ে তারা দখলে নিয়েছে শীর্ষ স্থান। তবে ম্যান সিটির স্প্যানিয়ার্ড কোচ পেপ গার্দিওলা পা মাটিতেই রাখছেন। তিনি মনে করেন
মৌসুমের দ্বিতীয় ধাপটা হবে আরও কঠিন। গার্দিওলা বলেন, ‘এখনও অনেক ম্যাচ বাকি। এটা মৌসুমের সবচেয়ে কঠিন ধাপ। আমরা ছন্দ ধরে রাখার চেষ্টা করবো। যদিও আমরা এখন ছন্দে আছি। তবে ফুটবলে সবকিছু পাল্টে যেতে পারে এক সেকেন্ডেই।’ আগামীকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ম্যানচেস্টার সিটি লড়বে আরবি লাইপজিগের বিপক্ষে। পরদিন চেলসি মুখোমুখি হবে জেনিতের। আর এসি মিলানের আতিথ্য নেবে লিভারপুল। ম্যানসিটি, চেলসি, লিভারপুল- তিন দলেরই পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়ে গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status