খেলা

বঙ্গবন্ধু ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ভারতের অভিষেক ও ইন্দোনেশিয়ার পুত্রি

স্পোর্টস রিপোর্টার

৬ ডিসেম্বর ২০২১, সোমবার, ৯:০৮ অপরাহ্ন

‘বঙ্গবন্ধু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের অভিষেক সাইনি ও মহিলা এককে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানি। গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চায়না-বাংলা সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদ উল্ল্যা, আমির হোসেন
বাহার সহ অন্যান্য কর্মকর্তারা।
মিশ্র দ্বৈতের ফাইনালে শ্রীলঙ্কার শচিন দিয়াস-কাভিদি সিরিমানাগে জুটি ২১-১৫,২১-১৮ পয়েন্টে ভারতের প্রতিক রানাদে-অক্ষয়া ওয়ারাং জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। মহিলা এককে অল ইন্দোনেশিয়া ফাইনালে পুত্রি কুসুমা ওয়ারদানি ২১-১২,২১-৮ পয়েন্টে স্বদেশী তাসিয়া ফারহানাইলাহকে হারিয়ে শিরোপ জেতেন। মহিলা দ্বৈতের শিরোপা জিতেছে ভারত। মেহরিন রিজা-অর্থি সারাহ সুনিল জুটি ২২-২০, ২১-১২ পয়েন্টে মালয়েশিয়ার
কস্তুরি রাধাকৃষ্ণান- ভেনোসা রাধাকৃষ্ণান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। পুরুষ এককের ফাইনালে ভারতের অভিষেক সাইনি ২১-১৫, ২১-১৮ পয়েন্টে স্বদেশী রিথভিক সঞ্জিবিকে সতিশকুমারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।


পুরুষ দ্বৈতে শ্রীলঙ্কার শচিন দিয়াস-বুওয়ানেকা গুনাতিলকা জুটি ২১-১৫, ২১-১৩ পয়েন্টে ভারতের বক্কা নভনিথ-শ্রীকৃষ্ণ সাই কুমার পোডলি জুটিকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেন। ১৫ হাজার ডলারের এ টুর্নামেন্টে ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কার, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ অংশগ্রহণ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status