বাংলারজমিন

সিলেটে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ৯:০৫ অপরাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক দৈনিক সবুজ সিলেট পত্রিকার সিনিয়র স্টাফ ফটোগ্রাফার নিজাম উদ্দিন টিপুর ওপর থেকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ ও সিলেট সামজিক ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে শনিবার বিকাল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসলাম আলীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট সদর দক্ষিণ নাগরিক কমিটির সভাপতি, আলহাজ শেখ মো. মকন মিয়া (চেয়ারম্যান)। প্রধান অতিথি মো. মকন মিয়া বলেন, তরুণ মেধাবী সাংবাদিক নিজাম উদ্দিন টিপু আজ দীর্ঘদিন ধরে কারাগারে আটক রয়েছে। সে একজন সৎ ও নিষ্ঠাবান হিসেবে সর্বমহলে পরিচিত। সে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের মাস্টার্সে অধ্যয়নরত। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করায় তার শিক্ষা জীবনে ব্যাপক ক্ষতি ও প্রভাব পড়েছে। আমি সাংবাদিক টিপুর মুক্তির জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা, সিলেট মহানগর যুবলীগের সাবেক সিনিয়র সদস্য ও জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আনিছুর রহমান তিতাস, ২০ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল মিয়া,  দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার এম এ মালেক, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি, মাই টিভি ও দৈনিক যুগভেরীর ক্যামেরাপারসন শাহিন আহমদ, দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী আজমল আলী, বঙ্গবন্ধু পরিষদের ২০ নং ওয়ার্ডের সভাপতি আজিজুর রহমান, গোয়াইনঘাট সংবাদ পত্রিকার সম্পাদক এমএ রহিম, দৈনিক ’৭১ বাংলাদেশ’র জেলা প্রতিনিধি শহীদ আহমদ খান, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শেখ মাহবুবুর রহমান মনজুর, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়া, সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফী,  সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি হিলাল উদ্দিন শিপু, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মুন্না, সহ-সভাপতি মীর মুন্না, আলম আহমদ, জয় আহমদ, আব্দুর রহমান নাইম, হাবিবুর রহমান ফাহিম, নোমান আহমদ ফরহাদ, সিলেট ডাক কল্যাণ সংস্থার আহ্বায়ক আহমদ আলী, পূর্ব বন্দর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কাজল আহমদ, বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্য রেজাউল করিম, প্রচার সম্পাদক আল আমিন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status