বাংলারজমিন

চট্টগ্রাম বাঁশখালী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ৯:০৫ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২০শে ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ২৭শে ডিসেম্বর। আগামী ১৬ই জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার বিকালে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলা নির্বাচন অফিসার ফয়সল আলম আলম। বাঁশখালী পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার সংবাদ পেয়ে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দীর্ঘদিন পর এই পৌরসভায় নতুন ও পুরাতন ভোটারদের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। মেয়র প্রার্থী অন্তত ১৫ জন, ৯টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী অন্তত ৫০ জন, পুরুষ প্রার্থীর সংখ্যা অন্তত ৭০-৭৫ জনের নাম শোনা যাচ্ছে। বাঁশখালী পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা অন্তত ১৫ জনের নাম শোনা যাচ্ছে। আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে রয়েছেন- এডভোকেট তোফাইল বিন হোছাইন, শ্যামল কান্তি দাশ, সাবেক মেয়র শেখ ফখর উদ্দীন চৌধুরী, মৌলভী নুর হোসেন, রেহেনা আক্তার কাজমী, হামিদ উল্লাহ্‌, মৌলভী আক্তার হোসেন, শেখ আলী মোস্তবা মিশু, মাহমুদুল ইসলাম। এ ছাড়া বর্তমান মেয়র মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী, যুবলীগ নেতা মনছুর আলী, সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনীর নামও শোনা যাচ্ছে। বাঁশখালী পৌরসভা পুরাতন ভোটার তালিকায় পুরুষ ১৩ হাজার ৯৭৬ জন ও মহিলা ১২ হাজার ৯২০ জন। বাঁশখালীতে নতুন ভোটার তালিকায় স্থান পাওয়া নারী পুরুষদের এখনো তালিকা প্রকাশ পায়নি। এই তালিকা প্রকাশ পেলে আরও অন্তত ১ হাজার ভোটার সংখ্যা বাড়বে। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়সল আলম বলেন, আগামী ১৬ই জানুয়ারি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। নতুন ভোটাররা নির্বাচনে অংশ নিতে নির্বাচনের পূর্বেই নতুন ভোটার তালিকা নির্বাচন অফিসে চলে আসবে। এতে নতুন ভোটারদের ভোট দেয়ার সুযোগ থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status