বিনোদন

ফিল্ম আর্কাইভের উদ্যোগে বরিশালে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী উৎসব

স্টাফ রিপোর্টার

৫ ডিসেম্বর ২০২১, রবিবার, ৮:০০ অপরাহ্ন

৩রা ডিসেম্বর থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও জাতির পিতার উপর নির্মিত প্রামাণ্যচিত্র তথ্যচিত্র প্রদর্শনী উৎসব চলছে বরিশালের বানারীপাড়া উপজেলার বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এ উৎসবের শেষদিন আজ। চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীরসহ স্থানীয় সাংস্কৃতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিরা। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা সম্পর্কে সঠিক ইতিহাস জানার জন্যই মুক্তিযুদ্ধভিত্তিক ও জাতির পিতার ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ৩ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে আগুনের পরশমণি, চিত্রা নদীর পাড়ে, গেরিলা, আমার বন্ধু রাশেদ, চিরঞ্জীব বঙ্গবন্ধু, একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি, স্বাধীনতা আমার স্বাধীনতা, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, স্টপ জেনোসাইড, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়সহ বেশকিছু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র তথ্যচিত্রের প্রদর্শনী চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status