অনলাইন

আরও ৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

৪ ডিসেম্বর ২০২১, শনিবার, ৬:৫১ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গ জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৩৬ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৯ জন।
চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ডিসেম্বরে ৩১৪ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
এদিকে চলতি বছর ডেঙ্গুতে ৯৮ জন মারা গেছেন। এর মধ্যে নভেম্বরে মারা যান ৬ জন, অক্টোবরে ২২, সেপ্টেম্বরে ২৩, আগস্টে ৩৪ এবং জুলাই মাসে ১২ জন মারা যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status