কলকাতা কথকতা

কলকাতা কথকতা

ঘূর্ণিঝড় জাওয়াদ আসছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গে বিপর্যয়ের সম্ভাবনা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৪ ডিসেম্বর ২০২১, শনিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

এই মহানগরী আমফান দেখেছে, দেখেছে আয়লা, ফনি কিংবা সদ্য বয়ে যাওয়া ইয়াস। এবার আসছে জাওয়াদ। এই ঘূর্ণিঝড় সোমবার সকালে ল্যান্ডফল করবে দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র উপকূলে। ফলে, শনিবার দফায় দফায়, রোববার সারাদিন বৃষ্টির সম্ভাবনা আছে। ওড়িশার পুরী ছুঁয়ে জাওয়াদ নামবে বঙ্গে। তবে, এবার সাইক্লোন এর তীব্রতা খুব বেশি হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

ঝোড়ো দমকা বাতাস বইতে পারে। বাতাসের গতিবেগ আমফান বা ইয়াস এর মত হবে না বলেই তাঁদের বিশ্বাস। তাহলেও ঝড় প্রতিরোধে সব ব্যবস্থা রাখা হচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যেমন তৈরি থাকছে তেমনই রাজ্য বিদ্যুৎ দপ্তর চব্বিশঘন্টা কন্ট্রোল রুম খোলা রাখছে। কলকাতা ও রাজ্য পুলিশও তৈরি। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে যেখানে সোমবার সকালে ল্যান্ডফল করবে জাওয়াদ সেখানে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status