বাংলারজমিন

সেই নবজাতকের ঠাঁই হলো আজিমপুরের ‘ছোট্টমণি নিবাস’-এ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

৪ ডিসেম্বর ২০২১, শনিবার, ৯:০৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একদিন বয়সের (মেয়ে) সেই নবজাতকের ঠাঁই হয়েছে অবশেষে ঢাকার আজিমপুরের ‘ছোট্টমণি নিবাস’ নামের একটি সরকারি প্রতিষ্ঠানে। গতকাল সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতককে গ্রহণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, আরএমও ডা. আশরাফুল আমীন, ডা. চেমন আরা বেগম ও ডা. উত্তম কুমার দাশ গুপ্তসহ আরও অনেকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা বলেন, ‘নবজাতক’কে ঢাকার আজিমপুরের ‘ছোট্টমণি নিবাস’ নামে সরকারি প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, ২৮শে নভেম্বর সকালে একদিন বয়সী ওই নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দিতে নিয়ে আসে এক নারী ও পুরুষ। তারা নিজেদেরকে শিশু’র মা-বাবা বলে পরিচয় দেন। পরে শিশুটিকে ডেলিভারি কক্ষে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। এর চিকিৎসা চলাকালে জরুরি বিভাগে অবস্থানরত মা-বাবা পরিচয়কারী ওই নারী ও পুরুষ পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের হদিস পাওয়া যায়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে  এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status