খেলা

শূন্যের রেকর্ড গড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক

৪ ডিসেম্বর ২০২১, শনিবার, ৮:৫৫ অপরাহ্ন

ঠিক চেনাছন্দে নেই বিরাট কোহলি। নিজের নামের সঙ্গে করতে পারছেন না সমুচিত বিচার। ব্যর্থতার বৃত্তে আটকে থাকা ভারতীয় অধিনায়ক এবার পেলেন লজ্জার রেকর্ডের স্বাদ। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে গড়লেন সর্বোচ্চ ডাক মারার নজির।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারত সফরে আসে নিউজিল্যান্ড। চোটের কারণে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না বিরাট কোহলি। শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেলদের দাপুটে পারফরম্যান্সে জয়ের হাতছানি পেলেও শেষে জয় বঞ্চিত হয় ভারত। ড্রয়ে শেষ হয় কানপুর টেস্ট। এবার মুম্বইয়ে ফিরেছেন কোহলি, তবে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি ভারতীয় অধিনায়কের। শূন্য রানে আউট হয়ে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ১০টি ডাক মারার রেকর্ড গড়লেন কোহলি।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ৮০ রানে তিন উইকেট পড়ার পর কোহলি নামেন চারে। চার বল খেলার পর অ্যাজাজ প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।
এর আগেও অবশ্য অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশিবার আউটের রেকর্ড ছিল কোহলির। মনসুর আলীর (৭) টপকে রেকর্ডটি নিজের দখলে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (৮)। ২০১৪ সালে টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর কোহলি যেভাবে দাপুট পারফরম্যান্স দেখাচ্ছিলেন তাতে অন্তত মনে হয়নি যে ডাক মারারও রেকর্ড গড়বেন তিনি!
২০২০ সাল পর্যন্ত টেস্টে মাত্র ১০ বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। ক্যারিয়ারে এক বছরে কখনো দুবারের বেশি শূন্য রানে আউট হননি টেস্টে। ২০২১ সালে এখন পর্যন্ত মারলেন চারটি ডাক। বাজে পারফরম্যান্সে এ বছর ১৬ ইনিংসে ৪৪৭ রান করা কোহলির গড় ২৭.৯৩-এ নেমে এল। অভিষেকের পর কোনো বছরে অন্তত ১০ ইনিংস খেলে এত কম গড়ে রান নেননি কোহলি।
কোহলির সঙ্গে পূজারাকেও শূন্য রানে ফিরিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। টেস্টে এটি ১০ম শূন্য পূজারার, কোহলির ১৪তম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status