বাংলারজমিন

মেছো বাঘ হত্যা

শাস্তি পেলেন রাজনগরের মামুন

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

৪ ডিসেম্বর ২০২১, শনিবার, ৮:৩৬ অপরাহ্ন

মেছো বিড়াল বা মেছো বাঘ হত্যার দায়ে দেশে প্রথম শাস্তি দিলো মৌলভীবাজার বন আদালত। রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কাজিরহাট গ্রামে একটি মেছো বিড়াল হত্যার ঘটনায় মামুন মিয়াকে মৌলভীবাজার জেলা বন আদালত এ রায় দেন। বন আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের সহকারী বনসংরক্ষক শ্যামল কুমার মিত্র। তিনি জানান, রাজনগর উপজেলার কাজির হাট গ্রামে মামুন মিয়ার পুকুরে একটি মেছো বিড়াল মাছ শিকার করে খেতো। বিষয়টি মামুন মিয়ার নজড়ে পড়লে সহযোগিদের নিয়ে কৌশলে মেছো বিড়ালটিকে আটক করে মারধর করলে এটি মারা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নজরে আসে। পরে এ ঘটনায় মামুন মিয়াকে শনাক্ত করে বনবিভাগের কর্মকর্তা মো. আনিসুজ্জামান বন আদালতে বন্যপ্রাণী হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ৩১শে ডিসেম্বর বন আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়। আদালতে মামুন মিয়া মেছো বিড়াল হত্যার ঘটনাটি স্বীকার করেন। গত ২৯শে নভেম্বর দেয়া আদালতের রায়ে মামুন মিয়াকে ১০ হাজার টাকার জরিমানা করা হয়।
মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের সহকারী বনসংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, মেছো বিড়াল হত্যার ঘটনার এক বছর পর হত্যাকারীর শাস্তি প্রদান করা হলো। মেছো বিড়াল হত্যার ঘটনায় দেশে এটিই আদালতের প্রথম শাস্তি বলেও জানান। বন্যপ্রাণী আইন-২০১২ অনুযায়ী এই প্রজাতি সংরক্ষিত। তাই এই প্রাণীটি হত্যা বা এর কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ। মেছো বিড়ালকে দেশের বিভিন্ন জায়গায় মেছো বাঘ নামেও ডাকা হয়। এই প্রাণীটি মানুষকে আক্রমণ করে না। বরং মানুষ দেখলে পালিয়ে যায়। বাংলাদেশের প্রায় সর্বত্রই এই প্রাণীর বিচরণ রয়েছে। জনবসতি স্থাপন, বন ও জলাভূমি ধ্বংস, পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে বিগত কয়েক দশকে এই প্রাণীর সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status