দেশ বিদেশ

ইউপি নির্বাচন

রংপুর ও রাজশাহী বিভাগে আওয়ামী লীগের প্রার্থী যারা

স্টাফ রিপোর্টার

৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার, ৮:৩২ অপরাহ্ন

পঞ্চম ধাপে রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় দুই বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আগামী ৫ই জানুয়ারি দেশের ৭০৭ ইউনিয়ন পরিষদে (ইউপি) এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউপিতে আবদুর রহিম, শালডাঙ্গাতে আসাদুজ্জামান চৌধুরী, পামুলীতে মনিভূষণ রায়, সুন্দরদিঘীতে পরেশ চন্দ্র রায় সরকার, সোনাহার মল্লিকাদহে ইব্রাহীম খলিল, টেপ্রীগঞ্জে গোলাম রহমান সরকার, দন্ডপালে আজগর আলী ও চেংঠী হাজরাডাঙ্গাতে আমিনুর রহমান। দিনাজপুর চিরিরবন্দর উপজেলার নশরতপুরে নূর ইসলাম শাহ, সাতনালাতে নুর ইসলাম, ফতেজংপুরে নুর মোহাম্মদ, ইসবপুরে আবু হায়দার, আবদুুলপুরে মোখলেছার রহমান, অমরপুরে হেলাল সরকার, আউলিয়াপুকুরে হাছিবুল হাসান, সাইতাড়াতে সন্তোষ কুমার রায়, ভিয়াইলে নরেন্দ্র নাথ রায়, পুনট্টিতে নূর এ কামাল, তেঁতুলিয়াতে সুনীল কুমার সাহা, আলোকডিহিতে আফজাল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ীতে হাফিজুর রহমান, কেতকীবাড়ীতে রবিউল ইসলাম (স্বাধীন), গৌমনাতীতে আ. হামিদ, জোড়াবাড়ীতে এহতেশামুল হক, বামুনিয়াতে মনোরঞ্জন রায়, পাঙ্গা মটুকপুরে এমদাদুল ইসলাম, বোড়াগাড়ীতে জেবুন্নেছা আখতার, ডোমারে মাসুম আহম্মেদ, সোনারায়ে গোলাম ফিরোজ, হরিণচড়াতে রাসেল রানা। কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউপিতে মিজানুর রহমান (দুলাল) মনোনয়ন পেয়েছেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুরে রফিকুল ইসলাম প্রধান, পাটগ্রামে আবদুুল ওহাব প্রধান, জগতবেড়ে মোস্তাফিজুর রহমান সোহেল, কুচলিবাড়ীতে হামিদুল হক, জোংড়াতে মজিবর রহমান, দহগ্রাম হাবিবুর রহমান, বুড়িমারীতে তাহাজুল ইসলাম মিঠু। কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী ইউপিতে আফজাল হোসেন, যাদুরচরে মোশাররফ হোসেন, শৌলমারীতে নজরুল ইসলাম। চররাজিবপুর উপজেলার চররাজিবপুর ইউপিতে গোলাম কিবরিয়া, কোদালকাটিতে হুমায়ুন কবির, মোহনগঞ্জে আবদুুস ছালাম তালুকদার। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়াতে সোহেল রানা শালু, উড়িয়াতে গোলাম মোস্তফা কামাল পাশা, উদাখালীতে আসাদুজ্জামান বাদশা, গজারিয়াতে ইউনুছ আলী, ফুলছড়িতে আজহারুল হান্নান, এরেন্ডাবাড়ীতে আবদুল মান্নান আকন্দ। সাঘাটা উপজেলার পদুমশহরে এএসএম মোজাহিদুল ইসলাম, ভরতখালীতে শামসুল আজাদ শীতল, সাঘাটাতে মোশাররফ হোসেন সুইট, মুক্তিনগরে আরশাদ আজিজ, কচুয়াতে রফিকুল ইসলাম, হলদিয়াতে রফিকুল ইসলাম, জুমারবাড়ীতে মাহফুজার রহমান, কামালেরপাড়াতে আবদুল ওয়াদুদ, বোনারপাড়াতে নাছিরুল আলম স্বপন। গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহে তৌকির হাসান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপুরে জাহিনুর রহমান, আয়মার রসুলপুরে জাহিদুল আলম, বাগজানাতে জামাত আলী, ধরঞ্জিতে গোলাম মোস্তফা, মোহাম্মদপুরে হবিবর রহমান। বগুড়া জেলার আদমদীঘি উপজেলার আদমদীঘি সদর ইউপিতে জিল্লুর রহমান, ছাতিয়ানগ্রামে আবদুল হক, নশরতপুরে আবদুুর রাজ্জাক, সান্তাহারে নাহিদ সুলতানা, কুন্দগ্রামে শামীম উল ইসলাম, চাঁপাপুরে শামসুল হক। দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া সদর ইউপিতে আবদুল বাখের (সেন্টু), চামরুলে আজমল হোসেন প্রাং, গুনাহারে শাহ্‌ মো. আবদুল খালেক, গোবিন্দপুরে আবদুুর রশিদ মুঞ্জু, জিয়ানগরে কামরুজ্জামান। গাবতলী উপজেলার গাবতলী সদর ইউপিতে ফারুক আহম্মেদ, বালিয়াদিঘীতে ইউনুছ আলী, দক্ষিণ পাড়াতে রফিকুল ইসলাম, দুর্গাহাটাতে আবদুল মতিন, কাগইলে দিল আফরুজা খাতুন লাবনী, মহিষাবানে শাকিল ইসলাম (বুলেট), নাড়ুয়ামালাতে আবদুল গফুর, নশিপুরে আবুল কালাম আজাদ, রামেশ্বরপুরে সেকেন্দার আলী। শেরপুর উপজেলার গাড়িদহে মোকাব্বর হোসেন। শিবগঞ্জ উপজেলার মোকামতলাতে ওয়াসিম রেজা চৌধুরী (রাজা) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাংগাতে তরিকুল ইসলাম, গোবরাতলাতে আরাফুল ইসলাম আজিজি, বারঘরিয়াতে হারুন-অর-রশিদ, মহারাজপুরে নাহিদ ইসলাম, রানীহাটিতে জাকারিয়া, চর অনুপনগরে সেরাজুল ইসলাম, দেবীনগরে হাফিজুর রহমান, আলাতুলীতে কামরুল হাসান, শাহজাহানপুরে জাহাংগীর আলম, ইসলামপুরে জসিম উদ্দীন, চর বাগডাঙ্গাতে ওমর আলি, নারায়ণপুরে শহিদুল ইসলাম, সুন্দরপুরে হাবিবুর রহমান, ঝিলিমে গোলাম লুৎফুল হাসানকে নৌকা প্রতীক দেয়া হয়েছে। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আকবরপুরে ওবাইদুল ইসলাম চৌধুরী, শিহাড়াতে মোস্তাফিজুর রহমান (মোস্তাক), পাটিচরাতে রায়হানুল আলম, ঘোষনগরে আবু বকর সিদ্দীক, পত্নীতলাতে মোশারফ হোসেন চৌধুরী, নির্মইলে আবুল কালাম আজাদ, মাটিন্দরে জাহাঙ্গীর আলম রুবেল, দিবরে আবদুল হামিদ সরকার, কৃষ্ণপুরে শ্যামল মহন্ত, আমাইড়ে ইসমাইল হোসেন, নজিপুরে ছাদেক উদ্দীন। সাপাহার উপজেলার গোয়ালাতে কামরুজজামান, তিলনাতে মোসলেম উদ্দীন, আইহাইতে হামিদুর রহমান, সাপাহারে সাদেকুল ইসলাম, শিরন্টিতে বোরহান উদ্দীন, পাতাড়ীতে জাহাঙ্গীর আলম। পোরশা উপজেলার মশিদপুরে হারুন অর রশিদ, গাঙ্গুরিয়াতে আনিসুর রহমান, তেঁতুলিয়াতে ফজলুল হক শাহ, ছাওড়তে মোস্তাফিজুর রহমান, নিতপুরে এনামুল হক, ঘাটনগরে বজলুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউপিতে আল মামুন প্রামানিক, নরদাশে গোলাম সারওয়ার, দ্বীপপুরে আ. হামিদ প্রাং, বড়বিহানলীতে রেজাউল করিম রেজা, আউচপাড়াতে সরদার জান মোহাম্মদ, শ্রীপুরে মকবুল হোসেন মৃধা, বাসুপাড়াতে লুৎফর রহমান প্রাং, কাচারী কোয়ালীপাড়াতে আয়েন উদ্দিন, শুভডাংগাতে আ. হাকিম, মাড়িয়াতে আসলাম আলী (আসকান), গণিপুরে এস এম এনামুল হক, ঝিকরাতে আবদুুল হামিদ, গোয়ালকান্দিতে আলমগীর সরকার, হামিরকুৎসাতে আনোয়ার হোসেন, যোগীপাড়াতে এম এফ মাজেদুল, সোনাডাংগাতে আজাহারুল হক। পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়াতে রাজিবুল হক, বানেশ্বরে আবুল কালাম আজাদ। দুর্গাপুর উপজেলার মাড়িয়াতে জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক পেয়েছেন। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে শরিফুল ইসলাম, বিয়াঘাটে মোজাম্মেল হক, খুবজীপুরে মনিরুল ইসলাম, মশিন্দাতে মোস্তাফিজুর রহমান, ধারাবারিষাতে আবদুল মতিন, চাপিলাতে আলাল উদ্দিন। নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউপিতে হাফিজুর রহমান, মাধনগরে আমজাদ হোসেন দেওয়ান, খাজুরাতে সোহরাব হোসেন, পিপরুলে কলিম উদ্দিন, বিপ্রবেল ঘরিয়াতে জালাল উদ্দীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালমে আবদুুল খালেক, সগুনাতে নজরুল ইসলাম চৌধুরী, মাগুড়া বিনোদে মেহেদী হাসান ম্যাগনেট, দেশীগ্রামে আবদুুল কুদ্দুস। সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউপিতে মোহাম্মদ শফিকুল ইসলাম, মেছড়াতে আবদুুল মজিদ। কাজিপুর উপজেলার সোনামুখী ইউপিতে শাহজাহান আলী, চালিতাডাঙ্গাতে আতিকুর রহমান, গান্ধাইলে গোলাম হোসেন, শুভগাছাতে গিয়াস উদ্দিন, কাজিপুরে কামরুজ্জামান, মাইজবাড়ীতে শওকত হোসেন, খাসরাজবাড়ীতে জহুরুল ইসলাম, চরগিরিশে এসএম জিয়াউল হক, নাটুয়ারপাড়াতে আবদুুল মান্নান, তেকানীতে হারুনার রশিদ, নিশ্চিন্তপুরে খাইরুল কবির, মনসুরনগরে আবদুুর রাজ্জাক আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। পাবনা জেলার ফরিদপুর উপজেলা বনওয়ারী নগরে আজাহার আলী সরকার, ফরিদপুরে সরোয়ার হোসেন, হাদলে সেলিম রেজা, বৃলাহিড়ী বাড়ীতে জাহিদুল ইসলাম, ডেমরাতে মাফুজুর রহমান, পংগলীতে সাজেদুল ইসলাম তালুকদার। বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়াতে মোস্তাফিজুর রহমান, নতুন ভারেঙ্গাতে আমজাদ হোসেন, কৈটোলাতে শওকত ওসমান, চাকলাতে ফারুক হোসেন, পুরান ভারেঙ্গাতে এ এম রফিক উল্লাহ, জাতসাখিনীতে আনোয়ারা আহম্মেদ, রুপপুরে আবুল হাশেম উজ্জল, মাসুমদিয়াতে শহীদুল হক, ঢালারচরে মমিনুর রহমানকে নৌকা প্রতীক দিয়েছে আওয়ামী লীগ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status