বিশ্বজমিন
আফগানিস্তান ছেড়ে যাওয়াদের ফিরে আসার আহ্বান হামিদ কারজাইর
মানবজমিন ডেস্ক
২০২১-১২-০৩
আফগানিস্তান ছেড়ে যাওয়া সকলকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা আমাদের দেশ, আমরা এই মাটির সন্তান, সেকারণে এই মাটি ছেড়ে যাওয়া উচিত হবে না আমাদের। এসময় তিনি তালেবানকে ভাই বলে অভিহিত করেন। বলেন, আমি তালেবানকে ভাই হিসেবে দেখি, অন্য সব আফগানকেও ভাই হিসেবে দেখি।
হামিদ কারজাই বলেন, আমাদের আফগানিস্তানে থাকা উচিত যাতে করে এ দেশকে আরও উন্নত করা যায়। তাই যারা দেশ ছেড়ে চলে গেছেন, তাদের সকলকে আমি আহ্বান জানাই, দেশে ফিরে আসুন, একে গড়ে তুলুন। এসময় আফগানিস্তান পুনর্গঠনে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের উপরে জোড় দেন সাবেক এই প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, তালেবান মেয়েদের স্কুলে ফিরতে দিতে প্রস্তুত। নারীদের কাজ করার বিষয়েও তাদের আপত্তি নেই। এ নিয়ে তিনি তালেবানের সঙ্গে কথা বলেছেন বলেও বিবিসিকে জানান।
হামিদ কারজাই বলেন, আমাদের আফগানিস্তানে থাকা উচিত যাতে করে এ দেশকে আরও উন্নত করা যায়। তাই যারা দেশ ছেড়ে চলে গেছেন, তাদের সকলকে আমি আহ্বান জানাই, দেশে ফিরে আসুন, একে গড়ে তুলুন। এসময় আফগানিস্তান পুনর্গঠনে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের উপরে জোড় দেন সাবেক এই প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, তালেবান মেয়েদের স্কুলে ফিরতে দিতে প্রস্তুত। নারীদের কাজ করার বিষয়েও তাদের আপত্তি নেই। এ নিয়ে তিনি তালেবানের সঙ্গে কথা বলেছেন বলেও বিবিসিকে জানান।