ভারত

মুম্বাইয়ে শারদ পাওয়ারের সঙ্গে বৈঠকে ইউপিএ-কে নস্যাৎ করলেন মমতা

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১০:৩১ পূর্বাহ্ন

মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে কংগ্রেসের ফাটলের কথা আগেই প্রকাশ্যে এসেছে, মুম্বাইয়ে তা আবার প্রকট হল। এনসিপি প্রধান শারদ পাওয়ারের সঙ্গে বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ইউপিএ আবার কি? ইউপিএ'র কোনও অস্তিত্ব আছে নাকি? বিজেপি বিরোধী শারদ পাওয়ারের সঙ্গে মমতা বৈঠক করেন সারা ভারতে বিজেপি বিরোধী শক্তি গড়ে তোলার উদ্দেশ্যে। এদিন, মুম্বাই এর বিশিষ্টজনদের সঙ্গে এক আলোচনাচক্রে অংশ নেন মমতা।

টেলিভিশন অভিনেত্রী স্বরা ভাস্কর এই সভায় বর্ণনা করেন, বিজেপির নানা প্রতিরোধ সত্ত্বেও তাঁরা কি ভাবে বিজেপির বিরুদ্ধে গিয়ে কাজ করছেন। স্বরা মমতাকে ইউপিএ প্রত্যাহারের কথা বলেন। জানান এই আইনের ধারা বজায় রেখে যাকে তাকে বিব্রত করা হচ্ছে। মমতা বলেন, যদি তাঁরা ক্ষমতায় আসেন তারপর এই কুখ্যাত আইনগুলি পরিবর্তনের কথা ভাববেন। তিনি স্বরা ভাস্করকে বলেন, এমন বলিষ্ঠ যাঁর কণ্ঠস্বর তাঁর তো রাজনীতিতে আসা উচিত। স্বরা রাজনীতিতে কবে আসবেন?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status