বাংলারজমিন

ভোটে জিতে বাড়ি বাড়ি গিয়ে নাচলেন নারী মেম্বার মর্জিনা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৮:১০ অপরাহ্ন

ভোটে জিতে বাড়ি বাড়ি গিয়ে নেচেছেন নারী মেম্বার মর্জিনা বেগম। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বাজিমাত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার মর্জিনা বেগম। তিনি নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে জয়লাভ করেছেন। নির্বাচনে জেতার আনন্দে তিনি বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে ভোটারদের কৃতজ্ঞতা জানান। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন এ নারী মেম্বার। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নাচছেন মর্জিনা বেগম। তার গলায় টাকার মালা। তার সঙ্গে নাচছেন গ্রামবাসীরাও। গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জিনোদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী মেম্বার পদে বিজয়ী হয়েছেন মর্জিনা বেগম। মর্জিনা বেগম ৯ নম্বর ওয়ার্ড বলিবাড়ি গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। তার প্রথম স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। ১৫ বছর আগে মর্জিনাকে বিয়ে করেন দুলাল। এ সংসারে তাদের দুই ছেলে সন্তান রয়েছে। জানা যায়, এবার ইউপি নির্বাচনে বলিবাড়ি গ্রাম থেকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয় মর্জিনা বেগমকে। অন্য গ্রাম থেকে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও সাতজন। তবে তাদের হারিয়ে জয়ের দেখা পেয়েছেন মর্জিনা। এজন্য গ্রামের প্রতিটি বাড়িতে যাচ্ছেন কৃতজ্ঞতা জানাতে। এ সময় তার সঙ্গে থাকছে বাদ্যযন্ত্র। সেই বাদ্যযন্ত্রের তালে তালে নাচছেন মর্জিনা। তাকে উপহার হিসেবে গ্রামের মুরুব্বিরা টাকা দিচ্ছেন। সেই টাকার মালাও মর্জিনা গলায় ঝুলিয়েছেন। বক্তব্য জানতে নবনির্বাচিত নারী মেম্বার মর্জিনা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে তার স্বামী দুলাল মিয়া  বলেন, ‘আমার স্ত্রীর প্রতি গ্রামের মানুষের অনেক সমর্থন ছিল। মর্জিনা মেম্বার হওয়ায় আমিও খুশি। আমি চাই সে মানুষের কল্যাণে কাজ করবে’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status