বাংলারজমিন

নটর ডেম ছাত্র নাঈম হাসান হত্যাকাণ্ডের বিচার দাবিতে রামগঞ্জে মানববন্ধন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

২০২১-১২-০১

 সড়ক দুর্ঘটনায় নটর ডেম কলেজের মেধাবী ছাত্র লক্ষ্মীপুরের রামগঞ্জের সন্তান নাঈম হাসানের মৃত্যুতে ঘাতক চালকের ফাঁসি এবং সিটি করপোরেশনের দায়িত্বহীন কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রামগঞ্জ সরকারি কলেজের সামনে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মোরশেদুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, কলেজের প্রভাষক মো. ফরিদ আহম্মেদ, শিক্ষার্থী নাজিম উদ্দিন, সবুজ হোসেন, শাহমিরান, মো. সাইমুন, বিএনসিসি শিক্ষার্থী হোসনে আরা প্রভাতী প্রমুখ। বক্তারা বলেন, নাঈম হাসানের হত্যাকারী ঘাতক গাড়িচালককে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। নাঈম হাসান রামগঞ্জ পৌরসভার পূর্ব কাজিরখিল ৬ নং ওয়ার্ডের দেওয়ান বাড়ির মো. শাহ আলমের ছোট ছেলে। গত ২৪শে নভেম্বর ঢাকার গুলিস্তানে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status