শেষের পাতা

আরও ১ জনের মৃত্যু

ফের বাড়ছে করোনার দৈনিক শনাক্তের হার

স্টাফ রিপোর্টার

২০২১-১২-০১

করোনায় একদিনে শনাক্তের হার ফের ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৮১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশে পৌঁছেছে। আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৪৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯০৫ জন এবং নারী ১০ হাজার ৭৬ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। মারা যাওয়া ১ জন ঢাকা বিভাগের। তিনি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status