দেশ বিদেশ

বিজয়নগরে দলবেঁধে বিদ্রোহী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১ ডিসেম্বর ২০২১, বুধবার, ৯:০৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরেও লাগামছাড়া আওয়ামী লীগ। দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়েছেন দলবেঁধে। পঞ্চম ধাপে ৫ই জানুয়ারি এই উপজেলার ১০ ইউনিয়নে ভোট। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৭৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে বাছাইয়ে ২ জনের মনোনয়ন বাতিল হলে প্রার্থী সংখ্যা ৭৩-এ দাঁড়ায়। চান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের এএম শামীউল হক চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঞ্জয় রায় পোদ্দার, স্বতন্ত্র কাজী ফয়েজ আহাম্মদ, তাছমিন আক্তার, মো. বাবুল মিয়া, মো. মারফত আলী, মো. আবদুল খালেক, মোহাম্মদ আফজল হোসেন, নুরুল হক, মো. আহসান ইমাম চৌধুরী, পত্তন ইউনিয়নে আওয়ামী লীগের মো. কামরুজ্জামান রতন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মো. আবদুর রহমান খান ওমর, জাতীয় পার্টির সিরাজুল ইসলাম, স্বতন্ত্র মো. তাজুল ইসলাম, মো. শামসুল আলম, হৃদয় আহমেদ জালাল, ইছাপুরা উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের মো. নুরুল আমিন, স্বতন্ত্র মো. সুজন মিয়া, মো. জিয়াউল হক বকুল, রেজাউল হক রিপন, আক্তার হোসেন, বুধন্তী ইউনিয়নে স্বতন্ত্র মো. মফিজুল ইসলাম, মো. মোবারক হোসেন, কাজী ছায়িদুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম খান, দেলোয়ার হোসেন খান, রানা, মো. মাহবুবুল আলম, মো. জিতু মিয়া, আওয়ামী লীগের মো. এফতেহারুল ইসলাম, চর-ইসলামপুরে আওয়ামী লীগের মো. দানা মিয়া ভূঁইয়া, স্বতন্ত্র সাদ্দাম খান,মুহাম্মদ মুনিরুজ্জামান, মো. ছানাউল্লাহ, সাচ্চু মিয়া, মো. ফেরদৌস মিয়া, মো. আবদুল মতিন, হরষপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. সারওয়ার রহমান ভূঁইয়া, স্বতন্ত্র এসএম রাষ্ট্রু, রাজীব চন্দ্র বণিক, মো. শাহজাহান, পাহাড়পুর ইউনিয়নে আওয়ামী লীগের মোহাম্মদ আবুল কালাম, জাতীয় পার্টির মো. আবদুল কাদির, স্বতন্ত্র মোহাম্মদ জসিম উদ্দিন, মো. নাজমুল হক ভূঁইয়া, মোহাম্মদ শাহিন আলম, এম অলি আহমেদ, তৈয়ব আলী, বিষ্ণুপুর ইউনিয়নে স্বতন্ত্র মো. জসীম উদ্দিন চৌধুরী, ম প স তাবরীজ সরকার, আশরাফুল ইসলাম, মো. জামাল উদ্দিন, মো. শরীফ মিয়া, আওয়ামী লীগের মো. আল মামুন, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান, সিংগারবিল দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মো. মনিরুল ইসলাম, স্বতন্ত্র মো. ফজলুল হক, আল আমিন ভূঁইয়া, চম্পকনগর ইউনিয়নে আওয়ামী লীগের হামিদুল হক, জাতীয় পার্টির মো. বিলাল আহমেদ, স্বতন্ত্র মোসাম্মৎ সুহেদা আক্তার, মো. আক্তার হোসেন, পরিমল সরকার, মো. আনোয়ার হোসাইন, মো. আবদুল খালেক, মো. আমির খান, মো. জাকির হোছাইন, মো. ইউসুফ আলী ভূঁইয়া, মো. ফারুকুল হাসান, আবু ছায়েদ, মোহাম্মদ সুলাইমান ভূঁইয়া, মো. সিরাজুল ইসলাম, মো. আনোয়ার হোসেন চৌধুরী। চম্পকনগর ইউনিয়নে সর্বোচ্চ ১৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এদিকে ১০ ইউনিয়নে সাধারণ সদস্য পদে মনোনয়ন দাখিল করেন মোট ৩৫৫ জন। বাছাইয়ের পর এই সংখ্যা ৩৫০। সংরক্ষিত নারী সদস্য পদে ১০৭ জন মনোনয়ন দাখিল করেন। বাছাইয়ে বাতিল হয় ৩ জনের। প্রতিদ্বন্দ্বিতায় আছেন এখন ১০৪ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান- নির্বাচনের পরিবেশ ভালো। ৬ তারিখ প্রত্যাহারের পর কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন তা বোঝা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status