দেশ বিদেশ

মাদকের ছোবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে: আয়শা ফেরদাউস

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

১ ডিসেম্বর ২০২১, বুধবার, ৯:০৬ অপরাহ্ন

ভারত ও মিয়ানমারের মাদকের ছোবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগোলিক কারণে মাদক সমস্যার কবলে পড়েছে। প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে অবৈধ মাদক প্রবেশ করে। ইয়াবা আসে মিয়ানমার থেকে আর গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও ইনজেক্টিং ড্রাগ ভারত থেকে অনুপ্রবেশ করে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৬ আসনের এমপি আয়শা ফেরদাউস আলী নোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের ডাকা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
গতকাল উপজেলার জাহাজমারা ইউনিয়নে এই সভা হয়। দলীয় নেতা-কর্মীরা জানান, দীর্ঘদিন পর দলের মতবিনিময় সভার আয়োজন করা হয়। এটি জনসভায় রূপান্তরিত হয়। বিশেষ অতিথি ছিলেন সাবেক ৩ বারের এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, দ্বীপবন্ধু আলহাজ মোহাম্মদ আলী। জাহাজমারা উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাহাজমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। সম্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্যও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, জেলা পরিষদের সদস্য আবুল বাসার, জাহাজমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাছুম বিল্লাহ, প্রধান শিক্ষক মো. ইউছুফ, ইউপি সদস্য মনির উদ্দিন ও মো. খোকন। বিএনপি’র আমলে দ্বীপের মানুষ অবহেলিত ছিল। এক সময়ের অশান্ত হাতিয়া বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে এখন সমৃদ্ধি আর শান্তির জনপদ। তিনি হাতিয়ার মানুষকে মাটি ও মানুষের নেতা মোহাম্মদ আলীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status