খেলা

‘প্রস্তুতির সময় পাইনি তবুও সেরাটা দিয়েছি’

স্পোর্টস রিপোর্টার

১ ডিসেম্বর ২০২১, বুধবার, ৮:১৮ অপরাহ্ন

ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের তিনদিন পরেই বাংলাদেশ ও পাকিস্তানকে চট্টগ্রামে নামতে হয়েছে টেস্ট ক্রিকেট খেলতে। একদিন গেছে পথে মানে ভ্রমণে, তাতে দুইদিন প্রস্তুতির সময় পেয়েছিল দুই দলই। স্বল্প প্রস্তুতির এই ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করেছে পাকিস্তান। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন প্রস্তুতির ঘাটতির কথা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন, ‘আমরা টেস্টের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাইনি, কিন্তু আমরা আমাদের সেরাটা দিয়েছি’।
প্রথম ইনিংসে আগে ব্যাটিং করে ৩৩০ রান করে বাংলাদেশ। হাসান আলী একাই নেন ৫ উইকেট। পাকিস্তান তাইজুল ইসলামের ঘূর্ণিতে অলআউট হয় ২৮৬ রানে। ৪৪ রানে পিছিয়ে থাকার পরও সফরকারী দল দারুণভাবে প্রত্যাবর্তন করে। শাহীন শাহ আফ্রিদি আগুনঝরা বোলিংয়ে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। আফ্রিদি নেন ৫ উইকেট। জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ২০২। যেটা সহজেই উতরে যায় বাবরের দল। ম্যাচ শেষে সতীর্থদের কৃতিত্ব দিয়ে বাবর বলেন, ‘যেভাবে বাংলাদেশ প্রথম ইনিংসে খেলেছে তা সত্যিই দারুণ ছিল, কিন্তু শাহীন ও হাসান ছিলেন দুর্দান্ত। এটাই হচ্ছে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। এখানে ঘুরে দাঁড়ানোর জন্য রাস্তা খোলা থাকে।‘ বল হাতে হাসান-আফ্রিদি আগুন ঝরিয়েছেন, আর ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। তাদের নিয়ে বাবর বলেন, ‘যেভাবে আব্দুল্লাহ শফিক ব্যাটিং ইনিংস গড়েছে আমি সন্তুষ্ট। আবিদ আলী ছিল দুর্দান্ত, তার রানে দল কঠিন অবস্থা থেকে ফিরেছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status