খেলা
আনসারকে হারিয়ে পুলিশ চ্যাম্পিয়ন
স্পোর্টস রিপোর্টার
১ ডিসেম্বর ২০২১, বুধবার, ৮:১৮ অপরাহ্ন

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে পুলিশকে হারিয়ে মেয়েদের কাবাডির শিরোপা জিতেছিল বাংলাদেশ আনসার। সেই হারের প্রতিশোধ পুলিশ নিলো কাবাডি লীগে এসে। গতকাল ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে শাহনাজ পারভিন, পলি আক্তার, কচি রানী মণ্ডলের আনসারকে ২৫-২৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শারমিন সুলতানা, শিলা আক্তারদের পুলিশ। নির্ধারিত সময়ের খেলা ২২-২২ পয়েন্টে ড্র ছিল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও পুলিশ কাবাডি দলের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুছ ছালাম আজাদ ও নাজিহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।