বিশ্বজমিন

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক-তৃতীয়াংশ কর্মীই যৌন হয়রানির শিকার

মানবজমিন ডেস্ক

২০২১-১১-৩০

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের এক-তৃতীয়াংশ কর্মীই যৌন হয়রানির শিকার হয়েছেন বলে এক তদন্তে উঠে এসেছে। সাবেক কর্মী ব্রিটানি হিগিনস তার সহকর্মীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে এই তদন্ত শুরু হয়। তার ওই অভিযোগের পর এ বছরের প্রথম দিকে রাজধানী ক্যানবেরাতে আরও অনেকেই যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ আনেন। অভিযোগকারীদের বেশিরভাগই নারী।

তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ৫১ শতাংশ কর্মীকেই কখনো না কখনো গালমন্দ, যৌন হয়রানি কিংবা কখনো সত্যিই যৌন আক্রমণের শিকার হতে হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই রিপোর্টকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। যদিও নারী বিষয়ক ইস্যুতে কড়া গলায় কথা বলেন না এমন অভিযোগ রয়েছে মরিসনের বিরুদ্ধে।

গত মঙ্গলবার পার্লামেন্টে রিপোর্টটি জমা দেয়া হয়। এই রিপোর্ট তৈরিতে ১ হাজার ৭২৩ ব্যাক্তি ও ৩৩ সংস্থার সাক্ষাৎকার নেয়া হয়েছে। এতে জানা গেছে, ৬৩ শতাংশ নারী পার্লামেন্ট সদস্যই নানা ভাবে হেনস্থার শিকার হয়েছেন। এক নারী এমপি নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক পুরুষ এমপি নানা সময়ে হাত ধরেন, কোলে তোলার চেষ্টা করেন, ঠোটে চুমু দিয়ে ফেলেন, বিভিন্ন স্থানে ধরার চেষ্টা করেন। এ ধরণের যৌন হেনস্থার প্রতিবাদে অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে হাজার হাজার মানুষ প্রতিবাদ করেছেন। রিপোর্টে যৌন হেনস্থা বন্ধে লিঙ্গ সমতা নিশ্চিতের সুপারিশ করা হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status