অনলাইন
হাইকোর্টে জামিন চেয়েছেন সিলেটের সেই লেডি বাইকার
অনলাইন ডেস্ক
২০২১-১১-৩০
সিলেটের আলোচিত লেডি বাইকার রিয়া রায় মাদক মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তার পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন শুনানি করবেন। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৭ই নভেম্বর সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয় রিয়ার প্রেমিক আরমান সামীকে। তার সঙ্গে রিয়া থাকলেও সে কৌশলে পালিয়ে যায়। ওই ঘটনায় আরমান সামীকে প্রধান আসামি করে রিয়াসহ দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে সিলেট বিমানবন্দর থানা পুলিশ। টিকটকে একসঙ্গে ভিডিও তৈরি করত সামী ও রিয়া। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। তবে পরিবার এ ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল।
গত ৭ই নভেম্বর সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয় রিয়ার প্রেমিক আরমান সামীকে। তার সঙ্গে রিয়া থাকলেও সে কৌশলে পালিয়ে যায়। ওই ঘটনায় আরমান সামীকে প্রধান আসামি করে রিয়াসহ দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে সিলেট বিমানবন্দর থানা পুলিশ। টিকটকে একসঙ্গে ভিডিও তৈরি করত সামী ও রিয়া। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। তবে পরিবার এ ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল।