খেলা

‘মেসির চেয়ে বেশি ব্যালন ডি’র জিততে চান’ এমন কথা বলেননি রোনালদো

স্পোর্টস ডেস্ক

৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ১২:৩২ অপরাহ্ন

প্যারিসে সোমবার রাতে সপ্তম ব্যালন ডি’অর হাতে তুলেছেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো হয়েছেন ষষ্ঠ। ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর দেয়া এই পুরস্কার রোনালদো জিতেছেন পাঁচবার। পর্তুগিজ সুপারস্টার শেষবার ব্যালন ডি’অর জিতেছেন ২০১৭ সালে। ৭-৫ ব্যবধানে এগিয়ে গেছেন মেসি। গত দেড় দশক ধরে বিশ্ব ফুটবলে একচ্ছত্র আধিপত্য দুই মহাতারকার। নিজেদের প্রজন্মের সেরা ফুটবলার তারা।

সর্বকালের সেরাদের তালিকাতেও উঠেছে মেসি-রোনালদোর নাম। ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি ব্যালন ডি’অর জয়ের প্রতিযোগিতায় মেসিকে ছাড়িয়ে যাওয়ার মনোবাসনা রোনালদোর। এমনটাই দাবি করেছিলেন ‘ফ্রান্স ফুটবল’ এর সম্পাদক পাসকাল ফেরে। গত শনিবার তিনি বলেছিলেন, ‘রোনালদোর একটাই লক্ষ্য আর তা হলো মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর নিয়ে অবসরে যাওয়া। আমি জানি কারণ, আমাকে তিনি নিজে এটা বলেছেন।’ ব্যালন ডি’অর আয়োজক প্রধানের এমন কথায় ক্ষুদ্ধ রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের দাবি, মিথ্যাচার করেছেন পাসকাল ফেরে।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে কোনো কিছুই জেতেননি। কাতার বিশ্বকাপে যাওয়া অনিশ্চিত পর্তুগালের। গত ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলো থেকেই বিদায় নেয় রোনালদোর পর্তুগাল। রোনালদো যে এবারের ব্যালন ডি’অর জয়ে ফেভারিট ছিলেন না সেটা অনুমান করা গিয়েছিল আগেই। প্যারিসে উপস্থিত ছিলেন না রোনালদো। কেননা সেখানে গেলে ইংল্যান্ডে ফেরার পর কোয়ারেন্টিনে থাকতে হবে। প্যারিসে না আসা এবং ‘ফ্রান্স ফুটবল’ সম্পাদকের মন্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘পাসকাল ফেরে গত সপ্তাহে বলেছিলেন, আমার নাকি একমাত্র লক্ষ্য লিওনেল মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে অবসরে যাওয়া। তিনি মিথ্যাচার করেছেন। তিনি আমার নাম ব্যবহার করে নিজের এবং তিনি যেখানে কাজ করছেন সেটার পরিচিতি বাড়িয়েছেন।’

এরপর একহাত নিয়েছেন পাসকালের। ক্ষুব্ধ রোনালদো লিখেছেন, ‘মর্যাদার একটা পুরস্কার দেয়ার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য অগ্রহণযোগ্য। আর এমন একজনকে জড়িয়ে মিথ্যা রটানো হয়েছে যিনি ‘ফ্রান্স ফুটবল’ ও ব্যালন ডি’অর পুরস্কারকে সবসময় সম্মান করে। আমি প্যারিসে যেতে পারিনি কোয়ারেন্টিন নিয়মের কারণে। এই বিষয়টা নিয়েও পাসকাল মিথ্যা বলেছেন।’

ক্যারিয়ারে নিজের লক্ষ্য কি সেটাও জানিয়ে দিয়েছেন রোনালদো, ‘অবসরের আগে নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে রেখে যেতে চাই। যারা পেশাদার ফুটবলার হতে চান তাদের কাছে উদারণ হয়ে থাকতে চাই। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে শিরোপা জেতাও লক্ষ্য।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status