শেষের পাতা

খালেদা জিয়ার জন্য রাজপথে সিলেট বিএনপি

ওয়েছ খছরু, সিলেট থেকে

৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৯:২২ অপরাহ্ন

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রাজপথে নেমেছে সিলেট বিএনপি। ঐক্যবদ্ধভাবে নেতারা বিভাগীয় সমাবেশ সফলের জন্য গত কয়েকদিন ঘাম ঝরিয়েছেন। আজ সিলেটের রেজিস্ট্রারি ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সিলেট বিভাগের বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নেতারা। তারা জানান, নতুন করে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে সিলেট বিএনপিতে। জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটির নেতারা দলীয় কর্মকাণ্ড আপাতত স্থগিত রেখে খালেদা জিয়ার জন্য মাঠে নেমেছেন। ক’দিন ধরে সিলেটে লিফলেট বিতরণ করা হচ্ছে। তবে এই লিফলেট বিতরণে কোথাও কোথাও বাধার অভিযোগ তুলেছেন নেতারা। গত রোববার সিলেটের দক্ষিণ সুরমায় লিফলেট বিতরণকালে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ্‌ সিদ্দিকী। তিনি জানান, ‘দক্ষিণ সুরমায় পুলিশি বাধা এলেও আমরা কর্মসূচি পালন করেছি। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।’ সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামালও হয়রানির অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এই অনুষ্ঠান একটি মানবিক আবেদন। এতে বাধা এলেও আমরা দমে থাকবো না। আমরা অনুষ্ঠান করবো।’ এদিকে সার্বিক বিষয় নিয়ে গতকাল সকালে সিলেটের পুলিশ কমিশনার নিশারুল আরিফের সঙ্গে সিনিয়র নেতারা দেখা করেছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা জানান- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ইনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপি নেতারা দেখা করে পুলিশ কমিশনারের সার্বিক সহযোগিতা কামনা করে এসেছেন। পুলিশ কমিশনারের তরফ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। বিএনপি নেতারাও এ সময় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আশ্বস্ত করেন। বিএনপি নেতারা জানিয়েছেন- আজ বিকালে সিলেটের  রেজিস্ট্রারি মাঠে আয়োজিত এ বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীন ও যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। এছাড়া সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারাও এতে বক্তৃতা করবেন। সিলেট জেলা ও মহানগর বিএনপি’র নেতারা জানিয়েছেন- বিএনপি’র সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে এরই মধ্যে কয়েক দফা বৈঠক করা হয়েছে। বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসায় এ নিয়ে কয়েক দফা প্রস্তুতি সভা হয়েছে। সিলেট জেলা ও মহানগর বিএনপি আলাদা আলাদা ভাবেও প্রস্তুতি নিয়েছে। এছাড়া প্রতিটি ইউনিট ও অঙ্গ সংগঠনের তরফ থেকেও প্রস্তুতির পাশাপাশি গোটা বিভাগজুড়েই চালানো হচ্ছে প্রচারণা। বিশেষ করে লিফলেট বিতরণ করা হচ্ছে। আর এই লিফলেটে বিএনপি’র তরফ থেকে দাবি উপস্থাপন করা হচ্ছে। এতে জনগণের সাড়া মিলছে বলে দাবি করেন তারা। এদিকে- গতকাল বিকালে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে প্রেসব্রিফিং করেছেন বিএনপি’র নেতারা। প্রেসব্রিফিংয়ে পুলিশি বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ জানিয়ে বিএনপি নেতারা জানিয়েছেন- বাধা এলেও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এই আয়োজন স্বতঃস্ফূর্তভাবে পালন করা হবে। এজন্য তারা সিলেটের জেলা ও পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এদিকে- মঙ্গলবারের সমাবেশ সফলের লক্ষ্যে জরুরি সভা করেছে মহানগর বিএনপি। রোববার রাতে নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতা সিদ্দিকীর পরিচালনায় এ সভায় মঙ্গলবারের সমাবেশ সফলের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। সভায় নগরীর ২৭টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনকে কয়েকটি টিমের মাধ্যমে ব্যানার সহযোগে সমাবেশে যোগ দেওয়ার জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়। সভায় মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস  লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজিব, সালেহ আহমদ খসরু, আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন, বাবু নীহার রঞ্জন দাস, এডভোকেট আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহী, মুকুল আহমেদ মুর্শেদ, হুমায়ুন আহমেদ মাসুক, আক্তার রশিদ  চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, মুহাম্মদ আফজল উদ্দিন, শামীম মজুমদার, মাহবুব  চৌধুরী, মো. আবুল কালাম, সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status