শেষের পাতা

শাকিব খানের ব্যাংক অ্যাকাউন্ট তলব এনবিআর’র

অর্থনৈতিক রিপোর্টার

৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৯:২০ অপরাহ্ন

চলচ্চিত্র নায়ক শাকিব খানের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এনবিআর’র এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এনবিআর’র চিঠিতে উল্লেখ করা হয়, শাকিব খান রানার নামে বা তার ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তার তথ্য জমা দিতে হবে। চিঠিতে বলা হয়েছে, ২০১৩ সালের ১লা জুলাই থেকে ২০২১ সালের ৩০শে জুন পর্যন্ত লেনদেনের বিবরণী এনবিআর-এ পাঠাতে হবে। ব্যাংক হিসাবের পাশাপাশি তাদের নামে যেকোনো সঞ্চয়ী অ্যাকাউন্ট, চলতি অ্যাকাউন্ট, ঋণ অ্যাকাউন্ট, বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার অ্যাকাউন্ট থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। এমনকি বন্ধ হয়ে গেছে এমন অ্যাকাউন্ট থাকলেও তা জমা দিতে হবে। চিঠিতে শাকিব খান রানার পরিচয় দেয়া হয়েছে অভিনেতা হিসেবে। পিতার নাম আব্দুর রব, মাতা রোজিয়া বেগম, স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের মুকসুদপুর। বর্তমান ঠিকানা গুলশান-২। আয়কর অধ্যাদেশের ১৯৮৪-এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে এই অ্যাকাউন্ট তলব করেছে এনবিআর। আয়কর ফাঁকির অনুসন্ধানের জন্য এই ধারা ব্যবহার করে থাকে এনবিআর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status