বাংলারজমিন

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৯:১৩ অপরাহ্ন

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত করা হয়েছে। হযরতপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার তাইবুর রহমান জানান, গত ২৮শে নভেম্বর হযরতপুর ইউনিয়নের অনুষ্ঠিত নির্বাচনে লঙ্কারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯৩৭ ভোট কাস্ট হয়। তবে এর প্রিজাইডিং অফিসারের ফলাফল আমি গ্রহণ করি। তবে পরে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী অন্য একটি তালিকা দেন। যাতে প্রথম ফলাফলের সঙ্গে দ্বিতীয় তালিকার ফলাফলের যথেষ্ট পার্থক্য রয়েছে। এজন্য আমরা এই অমীমাংসিত বিষয়টি সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে প্রকাশ করবো। এদিকে সকাল ১০টায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী আলাউদ্দিন শত শত সমর্থক নিয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস, ঢাকা ঘেরাও করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা উপজেলার মূল ফটকের বাইরে গিয়ে মেইন রাস্তায় অবস্থান করে এবং প্রায় ১ ঘণ্টা ধরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি আওয়ামী লীগের বিদ্রহী প্রার্থী হাজী আলাউদ্দিন ঘোড়া মার্কা নিয়ে পাস করেছে। হয়রানিমূলকভাবে তার ফলাফল প্রকাশ হচ্ছে না। অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেন আয়নাল দাবি করেছেন তিনি ৪৬ ভোটে এগিয়ে আছেন। পক্ষান্তরে বিদ্রোহী প্রার্থী হাজী আলাউদ্দিন দাবি করেন তিনি ঘোড়া মার্কা নিয়ে ১৬৯ ভোটে এগিয়ে আছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল আজিজ জানান হযরতপুর ইউনিয়নে লংকারচর কেন্দ্রে ভোট গণনা নিয়ে মতানৈক্য দেখায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য নির্বাচন কমিশন সচিবালয় সমস্যাগুলো আবেদন আকারে পাঠানো হয়েছে। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। তবে নির্বাচনের ফলাফল সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চান না। এদিকে হযরতপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status