বাংলারজমিন

কুলাউড়ায় নৌকা ৭ বিদ্রোহী ৪ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৯:১০ অপরাহ্ন

 কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচনে ৭টিতে নৌকা, ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এবং ১টিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র এবং অপর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।  উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১নং বরমচাল ইউনিয়নে ৬ হাজার ৪৩৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট। ২নং ভুকশিমইল ইউনিয়নে ৬ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান মনির নির্বাচিত হয়েছেন। ৩নং ভাটেরা ইউনিয়নে ৩ হাজার ৪৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম। ৪নং জয়চন্ডী ইউনিয়নে ৯ হাজার ৫৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার প্রার্থী আব্দুর রব মাহাবুব। ৫নং ব্রাহ্মণবাজারে ৮ হাজার ৬৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন। ৬নং কাদিপুর ইউনিয়নে ৭ হাজার ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাফর আহমদ গিলমান। ৭নং কুলাউড়া ইউনিয়নে ৩ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মোছাদ্দিক আহমদ নোমান। ৮নং রাউৎগাঁও ইউনিয়নে ৪ হাজার ৭২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার প্রার্থী আকবর আলী সোহাগ। ৯নং টিলাগাঁও ইউনিয়নে ১০ হাজার ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা মার্কার মো. আবদুল মালিক। ১০নং হাজিপুর ইউনিয়নে ৬ হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওয়াদুদ বখস।
১১নং শরীফপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ৫ হাজার ৬৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খলিলুর রহমান খলিল। ১২নং পৃথিমপাশা ইউনিয়নে ৬ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ফুল। ১৩নং কর্মধা ইউনিয়নে ১১ হাজার ১২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুহিবুল ইসলাম আজাদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status