বাংলারজমিন

বাঞ্ছারামপুরে ভোটের ফলে বিস্ময়!

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৯:০৮ অপরাহ্ন

 ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের একটি ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ভোটের ফলাফলে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। গত রোববার মানিকপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে ভোট হয়। এতে সাধারণ সদস্য পদে সাত প্রতিদ্বন্দ্বী থাকলেও ভোট পেয়েছেন কেবল একজন প্রার্থীই। বাকি ৬ জন একটি ভোটও পাননি। সাধারণ সদস্য পদের প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন কাউসার মিয়া (ভ্যানগাড়ি), মোতালিব মিয়া (ঘুড়ি), মো. আলমগীর (আপেল), জাহাঙ্গীর হোসেন (তালা), মিস্টার আলী (ফুটবল), সফিকুল ইসলাম (মোরগ) ও হাসান মিয়া (বৈদ্যুতিক পাখা)। মানিকপুর ইউনিয়নের মায়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪নং ওয়ার্ডের ভোটারদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রটিতে সাধারণ সদস্য পদে মোট ১১৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১১৫৫ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৬টি। বৈধ ১১৫৫ ভোটের সবক’টিই পেয়েছেন হাসান মিয়া। বাকি ছয় প্রার্থীর কেউ একটি ভোটও পাননি। অভিযোগ প্রভাব খাটিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসানকে বিজয়ী করা হয়েছে। তবে এনিয়ে ভয়ে মুখ খুলছেন না কেউ। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জাহাঙ্গীর হোসেন জানান, সব প্রার্থী মিলে হাসান মিয়াকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সফিকুল ইসলামও একই কথা বলেন। মায়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হুসাইন মোহাম্মদ বেলাল বলেন, একজন প্রার্থী সিলেকশনে এসেছেন। সেজন্য অন্য কোনো প্রার্থী ভোট পাননি। তবে কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। এর আগে বাঞ্ছারামপুরের ১১টি ইউনিয়নের মধ্যে একটিতে চেয়ারম্যান ও সদস্য প্রার্থী সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এটিসহ মোট ৮টি ইউনিয়নে চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৩টি ইউনিয়নে নির্বাচন হয় গত রোববার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status