দেশ বিদেশ

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে কর্মসূচিতে পুলিশের বাধা নীলক্ষেত-শান্তিনগরে অবরোধ

স্টাফ রিপোর্টার

৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৯:০৩ অপরাহ্ন

রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহনে হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এ সময় আন্দোলনরত ৮টি বামপন্থি ছাত্রসংগঠনের নেতাকর্মী ও পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। গতকাল দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল বের করে ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জাতীয় গ্রন্থাগারের সামনে পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হয়। গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করা, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম কমানো এবং বর্ধিত বাস ও লঞ্চভাড়া প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিল বের করেন। এ সময় ৮ ছাত্র সংগঠন যুক্ত ছিলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে বাম সংগঠনগুলোর নেতাকর্মীদের কিছুক্ষণ ধাক্কাধাক্কি হয়। এরপর সেখানেই সমাবেশ শুরু করেন তারা। এরপর সমাবেশ শেষ করে চলে যান।
আন্দোলনরত ছাত্র সংগঠনের নেতারা বলেন, পূর্বের নির্ধারিত কর্মসূচিতে পুলিশ হামলা করেছে। তারা নারীদের গায়ে হাত তুলেছে। ধিক্কার জানাই, আপনারা ভয় পেয়েছেন। শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা দিতে পেরেছেন?
এদিকে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস এবং নটর ডেমের শিক্ষার্থী নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারসহ ৯ দফা দাবিতে গতকাল নীলক্ষেতে অবস্থান নেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১২টায় নীলক্ষেতে এসে জড়ো হয় তারা। এ সময় তারা হাফ পাসের দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের অবস্থানের কারণে নীলক্ষেত ও তার আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের ঘিরে পুলিশের সতর্ক অবস্থান ছিল।
বিক্ষোভে আসা শিক্ষার্থীরা বলেন, আমরা মূলত দুইটা দাবি আদায়ে আজ রাজপথে নেমেছি। হাফ পাস আমাদের অধিকার। আইনের প্রণয়নের মাধ্যমে সরকারকে এটি নিশ্চিত করতে হবে। নাঈম হত্যায় জড়িত চালকের দ্রুত আইনে বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
নীলক্ষেতে ঘণ্টাখানেকের অবস্থান শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করলেও সেটি পুলিশের অনুরোধে বেশিদূর যেতে পারেনি। পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্যে থেকে একটি প্রতিনিধিদল তাদের দাবি-দাওয়ার স্মারকলিপি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
দুপুরের দিকে শান্তিনগর সড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শান্তিনগরে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শতাধিক শিক্ষার্থী প্রথমে শান্তিনগর মোড় অবরোধ করেন। পরে তারা মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে আবার শান্তিনগর এসে অবস্থান নেন। বেলা পৌনে ২টার দিকে তারা সড়ক থেকে সরে যান। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে টিএসসি থেকে একটি মিছিল বের করে। মিছিলটি জাতীয় গ্রন্থাগারের সামনে পৌঁছালে তাদের বাধা দেয়া হয়। পরবর্তীতে জাদুঘরের সামনে তারা সমাবেশ শেষ করে চলে যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status