বাংলারজমিন

হোসেনপুরে শ্রমিক লীগ নেতার অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন, সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:২২ অপরাহ্ন

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন তাজকে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু আখ্যা দিয়ে তার অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কাদির স্বপনের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে গতকাল সকালে হোসেনপুর নতুন বাজারে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া মানববন্ধন কর্মসূচিতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কাদির স্বপনের ৭ মেয়ে ও অনেক এলাকাবাসী অংশ নেন। কর্মসূচি চলাকালে নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া সড়ক জনতার দখলে চলে যাওয়ায় অন্তত আধাঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। মানববন্ধন কর্মসূচির আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল কাদির স্বপনের মেয়ে ছাবিয়া পারভীন জেনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ই এপ্রিল তার পিতা আব্দুল কাদির স্বপন মৃত্যুবরণ করেন। এ পরিস্থিতিতে তার মা এবং তারা ৭ বোন গভীর শোকাহত ও হতাশাগ্রস্ত অবস্থায় দিন যাপন করছেন। ছাবিয়া পারভীন জেনি অভিযোগ করেন, তাদের কোনো ভাই না থাকায় হোসেনপুর বাজারের সম্পত্তি বিভিন্ন লোকজন বেদখলের পাঁয়তারা করে আসছে। এ পরিস্থিতিতে গত ৮ই নভেম্বর জেনিকে দান করা মরহুম পিতার একটি বাণিজ্যিক ভবন বেদখলের উদ্দেশ্যে হোসেনপুরের চিহ্নিত সন্ত্রাসী তাজউদ্দিন তাজ তালাবদ্ধ করার চেষ্টা করে। জেনি ও তার স্বামী আব্দুল জব্বার তুষার (৩৫) প্রতিবাদ করায় তারা হামলার শিকার হন এবং জেনির শ্লীলতাহানি করা হয়। এ ব্যাপারে গত ১৭ই নভেম্বর হোসেনপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ তাজউদ্দিন তাজকে গ্রেপ্তার করে। পরে গত ২১শে নভেম্বর জামিনে ছাড়া পেয়ে তাজউদ্দিন তাজ ২৪শে নভেম্বর উপজেলা শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে কথিত সংবাদ সম্মেলনের নামে জেনিকে কটূক্তি করে অশ্লীল ভাষায় কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করে। এছাড়াও সে জেনির বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ মন্তব্যসহ নানাভাবে হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে ছাবিয়া পারভীন জেনি জানান, তাজউদ্দিন তাজ হোসেনপুরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অন্তত ১৪টি মামলা, অসংখ্য জিডি ও অভিযোগ রয়েছে। তার বিভিন্ন অপকর্মের বিষয়টি পত্রপত্রিকায়ও প্রকাশিত হয়েছে। স্থানীয় প্রভাবশালী একটি মহলের প্রত্যক্ষ আশীর্বাদে তাজউদ্দিন তাজ হোসেনপুরে এখন এক মূর্তিমান আতঙ্কের নাম। সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ছাবিয়া পারভীন জেনি সন্ত্রাসী তাজউদ্দিন তাজের অপকর্মের বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে ছাবিয়া পারভীন জেনি ছাড়াও তার ৬ বোন জাকিয়া পারভীন, নাজিয়া পারভীন, নাদিয়া পারভীন, পাপিয়া পারভীন, সাজিয়া পারভীন ও তানিয়া পারভীন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status