বাংলারজমিন

আড়াইহাজারে মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীসহ ৬৪ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা, গ্রেপ্তার ৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:২১ অপরাহ্ন

 নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ শাওন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পারভীন আক্তারের স্বামী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও সাবেক বিআরডিবি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন অনুসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। ৪০-৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে রাতে অনু’র এক ভাইসহ পুলিশ তিনজনকে আটক করে। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। এজাহার সূত্রে জানা গেছে, ২৯শে নভেম্বর বিকাল ৪টার দিকে স্থানীয় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় আনোয়ার হোসেন অনু’র ছোট ভাই রফিকুল ইসলামসহ অজ্ঞাত আরও ৪-৫ জন মিলে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে তারা শাওনকে মারধর করতে থাকে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা খুনের হুমকি দিয়ে পালিয়ে যায়। ওই ঘটনার খবর পেয়ে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করেন। বাদী এজাহারে আরও উল্লেখ করেন, আনোয়ার হোসেন অনু’র বাড়ির সামনের রাস্তা অতিক্রম করার সময় গতিরোধ করে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে ককটেল বিস্ফোরণসহ দা, রামদা, চাপাতি ও নিয়ে লোহার রডসহ হামলা চালায়। এতে অন্তত ১৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি করে পরিস্থিতি শান্ত করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, শাওনের পক্ষ থেকে একটি মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় অন্য কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status