বাংলারজমিন

পৌরসভা নির্বাচন

কোনো কেন্দ্রেই প্রথম হয়নি নৌকা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:২১ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে সাবেক মেয়র মো. আবদুর রশিদ মিয়া ২২৮০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে মঞ্জুরুল হক (মঞ্জু)। তিনি ৪৩২৮ ভোট পেয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শহিদুজ্জামান। কোনো কেন্দ্রেই তিনি প্রথম হতে পারেননি। তার নিজ কেন্দ্র রতনপুরেও একই অবস্থা। রোববার সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণায় তিনি তৃতীয় স্থানে রয়েছেন। সাবেক বিএনপি’র সভাপতি চারবারের নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রশিদ মিয়া ৬ হাজার ছয়শ’ আট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু পেয়েছেন ৪ হাজার তিনশ’ আটাশ ভোট। আওয়ামী লীগ থেকে নৌকা মনোনীত প্রার্থী বর্তমান মেয়র শহিদুল ইসলাম শহিদ (ভিপি শহিদ) পেয়েছেন ৪ হাজার ৩২৩ ভোট। এ ছাড়া জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকে শরীফুল ইসলাম পেয়েছেন ২৪৯ ভোট। এর মধ্যে ১৯টি ভোট বাতিল করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status