বিনোদন
ফিরছেন স্বস্তিকা
বিনোদন ডেস্ক
৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:১৫ অপরাহ্ন

প্রায় দুই বছর পর ‘বিজয়ার পরে’ নামে টালিগঞ্জের সিনেমায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
নির্মাতা অভিজিৎ শ্রী দাসের পরিচালনায় এ সিনেমায় মৃণ্ময়ী নামে এক মধ্যবয়সী নারীর চরিত্রে কাজ করছেন স্বস্তিকা। তার স্বামী চরিত্রে কাজ করবেন মীর আফসার আলী। সিনেমায় স্বস্তিকার বাবা-মায়ের চরিত্রে কাজ করবেন মমতা শংকর ও দীপঙ্কর দে। তাদের সঙ্গে ‘এবার শবর’, ‘শাহজাহান রিজেন্সি’ ও ‘জাতিস্মর’ চলচ্চিত্রে কাজ করেছেন স্বস্তিকা। সিনেমার দৃশ্য ধারণ শুরু হচ্ছে ডিসেম্বরে।
নির্মাতা অভিজিৎ শ্রী দাসের পরিচালনায় এ সিনেমায় মৃণ্ময়ী নামে এক মধ্যবয়সী নারীর চরিত্রে কাজ করছেন স্বস্তিকা। তার স্বামী চরিত্রে কাজ করবেন মীর আফসার আলী। সিনেমায় স্বস্তিকার বাবা-মায়ের চরিত্রে কাজ করবেন মমতা শংকর ও দীপঙ্কর দে। তাদের সঙ্গে ‘এবার শবর’, ‘শাহজাহান রিজেন্সি’ ও ‘জাতিস্মর’ চলচ্চিত্রে কাজ করেছেন স্বস্তিকা। সিনেমার দৃশ্য ধারণ শুরু হচ্ছে ডিসেম্বরে।