বিশ্বজমিন
কোয়ারেন্টিন হোটেল থেকে পলায়ন, দম্পতিকে আটক করলো ডাচ পুলিশ
মানবজমিন ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, সোমবার, ৭:৪১ অপরাহ্ন

কোভিড কোয়ারেন্টিন থেকে পালানোর পর একটি দম্পতিকে আটক করেছে ডাচ পুলিশ। পরে ওই দুজনকে দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টারডামে আসা দুটি বিমানে ১৩ জনের মধ্যে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। সবমিলিয়ে ওই বিমানগুলোতে ৬১ জনের কোভিড শনাক্ত হয়েছে। এরপরই দেশটিতে কোয়ারেন্টিন নিয়ে কড়াকড়ি শুরু হয়। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি, আটক দম্পতি ওই বিমানে ছিল কিনা।
তাদেরকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেনামারল্যান্ড প্রদেশের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এখানেই দক্ষিণ আফ্রিকা থেকে আসাদের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। কিন্তু ওই দম্পতি সেখান থেকে পালিয়ে যান। বিবিসির খবরে জানানো হয়েছে, ডাচ কোয়ারেন্টিন আইন ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।
তাদেরকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেনামারল্যান্ড প্রদেশের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এখানেই দক্ষিণ আফ্রিকা থেকে আসাদের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। কিন্তু ওই দম্পতি সেখান থেকে পালিয়ে যান। বিবিসির খবরে জানানো হয়েছে, ডাচ কোয়ারেন্টিন আইন ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]