খেলা

ব্যালন ডি’অর: মেসির জন্য শুভ কামনা রামোসের

স্পোর্টস ডেস্ক

২০২১-১১-২৯

লিওনেল মেসির পিছু ছুটে কড়া ট্যাকল করছেন সার্জিও রামোস, বাক বিত-ায় ক্ষোভ উগরে দিচ্ছেন একে অপরের উপর- স্প্যানিশ লা লিগায় এল ক্ল্যাসিকোর সহজাত এই দৃশ্য এখনও ভক্ত-সমর্থকদের স্মৃতিতে তাজা। অন্তত রিয়াল মাদ্রিদের রামোসের মুখে বার্সেলোনার মেসির বন্দনা শোনাটা অকল্পনীয়ই ছিল। তবে মৌসুমের শুরুতে অভাবনীয় দলবদলে দু’জন এখন পরম আপনজন, ভাগাভাগি করছেন পিএসজির ড্রেসিংরুম। এবার রামোসের মুখে শোনা গেলো আর্জেন্টাইন সুপারস্টারের প্রশংসা। জানালেন মেসির সপ্তম ব্যালন ডি’অর সম্ভাবনার কথা।

মৌসুমের শুরুতে ফরাসি লিগ ওয়ানে যোগ দিলেও প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে নামা হচ্ছিল না রামোসের। চোট সমস্যা কাটিয়ে গত রোববার রাতে প্রথমবারের মতো মেসির সতীর্থ হিসেবে মাঠে নামেন রামোস। সেন্ট এঁতিয়েনের বিপক্ষে ম্যাচটি ৩-১ গোলে জিতে লা প্যারিসিয়ানরা। মেসি এসিস্টের হ্যাটট্রিক করেন তাতে। ম্যাচশেষে মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা নিয়ে রামোসকে প্রশ্ন করা হয়। আর্জেন্টিনা অধিনায়ককে শুভ কামনা জানিয়ে উত্তরে স্প্যানিশ ডিফেন্ডার বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমি চাই সে জিতুক। আমার দলে থাকা খেলোয়াড়কেই তো সমর্থন দেবো। ওর জন্য আমার শুভ কামনা।’

রামোস বলেন, ‘সে খুব ভালো ছন্দে আছে এবং সে এমন খেলোয়াড় যে আসলেই পার্থক্য গড়ে দিতে জানে। অনন্য এক খেলোয়াড় এবং তার সঙ্গে এক দলে খেলতে পারাটা দারুণ এক অভিজ্ঞতা।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status