অনলাইন

জামানাত হারালেন নৌকার প্রার্থী

সাতক্ষীরা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২১, সোমবার, ১২:১৬ অপরাহ্ন

জামানত হারালেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শ্যামলী রানী। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী জাপা মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সাফিয়া পারভীন ৭ হাজার ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) জিএম রবিউল্লাহ বাহার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৭৫ ভোট।

আটজন প্রার্থীর মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রওশান কাগুজী পেয়েছেন ৬৪৩ ভোট। আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান মোল্লা ৬৩৪ ভোট। আওয়ামী লীগের প্রার্থী শ্যামলি রানী বাপ্পি ৩৮৫ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাত পাখা প্রতীক নিয়ে শাহাজান কবীর শানু পেয়েছেন ৮৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আশানুর রহমান অটোরিকশা প্রতীক নিয়ে ৪০ ভোট পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের নজরুল ইসলাম গাজী ৩৯ ভোট পেয়েছেন।

এদিকে সাতক্ষীরার দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার ১৭টি ইউপির মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৬ জন প্রার্থী জয়ী হয়েছেন। বাকি ১১টিতেই স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে।

নির্বাচনে বেসরকারি ফলাফলে নির্বাচিতরা হলেন- কালিগঞ্জের কৃষ্ণনগরে সাফিয়া পারভিন (জাপা), দক্ষিণ শ্রীপুরে গোবিন্দ চন্দ্র মন্ডল (আ.লীগ), বিষ্ণুপুরে স্বতন্ত্র মো. জাহাঙ্গির আলম (বিএনপি), তারালিতে এনামুল ইসলাম ছোট (আ.লীগ), মথুরেশপুরে স্বতন্ত্র আবদুল হাকিম (আ.লীগ বিদ্রোহী), চাম্পাফুলে মোজাম্মেল হক গাইন (আ.লীগ), ভাড়াশিমলায় স্বতন্ত্র নাজমুল হাসান (আ.লীগ বিদ্রোহী), ধলবাড়িয়ায় স্বতন্ত্র গাজী শওকত হোসেন (বিদ্রোহী), কুশলিয়ায় আবুল কাসেম মো. সুমন (আ.লীগ), মৌতলায় স্বতন্ত্র মো. ফেরদৌস মোড়ল (স্বতন্ত্র), রতনপুরে আলিম আল রাজী (আ.লীগ), নলতায় স্বতন্ত্র আজিজুর রহমান (বিএনপি)।

অপরদিকে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচিতরা হলেন- কুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র মো. আসাদুল হক (আ.লীগ বিদ্রোহী), পারুলিয়ায় স্বতন্ত্র গোলাম ফারুক বাবু (বিএনপি), দেবহাটায় স্বতন্ত্র মো. আব্দুল মতিন (বিএনপি), সখীপুরে স্বতন্ত্র সাইফুল ইসলাম (আ.লীগ বিদ্রোহী), নওয়াপাড়ায় আলমগীর হোসেন সাহেব আলী (আ.লীগ)। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপেও নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status