অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার ২৪ ইউপির ৯টিতে নৌকার জয়

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২৯ নভেম্বর ২০২১, সোমবার, ৯:৫৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার ২৪ ইউনিয়নের ৯টিতে জয় পেয়েছে আওয়ামীলীগ। নবীনগর,সরাইল ও বাঞ্ছারামপুর উপজেলার ৩২ ইউনিয়নে রবিবার তৃতীয় ধাপে নির্বাচন হলেও বাঞ্ছারামপুরের ৮ এবং নবীনগরের ১ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

রবিবারের নির্বাচনে জয়ী প্রার্থীরা হচ্ছেন নবীনগরের বীরগাও ইউনিয়নে আওয়ামী লীগের আনোয়ার, নবীনগর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র মো: হেলাল উদ্দিন,পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র মো: নূর আলম, রসুল্লাবাদ পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র খন্দকার মনির হোসেন, শ্রীরামপুর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র জাকি উদ্দিন, জিনদপুরে স্বতন্ত্র মো: রবিউল, লাউরফতেপুরে স্বতন্ত্র মো:জাহাঙ্গীর আলম, সাতমোড়া ইউনিয়নে আওয়ামী লীগের জসিম উদ্দিন আহমেদ, ইব্রাহিমপুরে আওয়ামী লীগের মো: আবু মুছা, সলিমগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র মো: আশিকুর রহমান, রতনপুর ইউনিয়নে স্বতন্ত্র গোলাম মোস্তফা মারুফ, শ্যামগ্রামে আওয়ামী লীগের শামসুজ্জামান খান, বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর ইউনিয়নে আওয়ামী লীগের আবদুর রহিম,তেজখালীতে আওয়ামীলীগের একেএম শহিদুল হক বাবুল,ফরদাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মো:রাশিদুল ইসলাম,সরাইল উপজেলার শাহজাদাপুর ও শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া বাকী ৬ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন।

শাহবাজপুরে খায়রুল হুদা চৌধুরী বাদল,শাহজাদাপুরে মোসাম্মৎ আক্তার, অরুয়াইলে জাতীয় পার্টির মোশাররফ হোসেন ভূইয়া, চুন্টাতে স্বতন্ত্র হুমায়ুন কবির, পাকশিমুলে কাউসার হোসেন, সরাইল সদরে আবদুল জব্বার,পানিশ্বর উত্তর ইউনিয়নে মো:বমোস্তাফিজুর রহমান,বনোয়াগাও ইউনিয়নে মনসুর আহমেদ,কালিকচ্ছ ইউনিয়নে মো: ছায়েদ হোসেন নির্বাচিত হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status