প্রথম পাতা

নির্বাচন কমিশন

সংসদের গত সেশনেই আইন করার সুযোগ ছিল

তামান্না মোমিন খান

২৯ নভেম্বর ২০২১, সোমবার, ৯:৩৬ অপরাহ্ন

সুশাসনের জন্য নাগরিক (সুজনের) সভাপতি বদিউল আলম মজুমদার বলেছেন, সরকারের সদিচ্ছা থাকলে সদ্য সমাপ্ত সংসদ অধিবেশনেই নির্বাচন কমিশন আইন করা সম্ভব ছিল। এটি একটি ছোট আইন। এই আইনটি চূড়ান্ত করা ছিল কয়েকদিনের ব্যাপার। এই অধিবেশনেই সেটা করা যেতো। এখন প্রশ্ন হচ্ছে সরকারের সদিচ্ছা আছে কিনা? মানবজমিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের এক-তৃতীয়াংশ বদলে দেয়া হয়েছিল ৯ দিনের মধ্যে। তার মানে হচ্ছে তারা ইচ্ছা করলেই পারে। আমরা যখন মাননীয় আইনমন্ত্রীর কাছে নির্বাচন কমিশনের আইনের খসড়া দিয়েছিলাম তখন ৩ মাস সময় ছিল। মন্ত্রী তখনও বলেছেন সময় নেই। এখনো বলছেন সময় নেই। আসলে মূল কথা হচ্ছে সরকারের সদিচ্ছা নেই। তারা অতীতের পথেই হাঁটতে চান। তারা সার্চ কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমেই নির্বাচন কমিশন গঠন করতে চায়। যেভাবে আমরা রকীব কমিশন ও নূরুল হুদা কমিশন পেয়েছি। যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ দায় কী বর্তমান সরকার এড়াতে পারবেন। আইনমন্ত্রী বলছেন সংসদকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। অথচ গতকাল শেষ অধিবেশনে এই বিলটা কেবিনেটে পাস করে অধ্যাদেশ জারির মাধ্যমে পরবর্তী অধিবেশনে অনুমোদন দেয়া যেতো। আইনমন্ত্রী সংসদকে পাশ কাটিয়ে যেতে চান না কিন্তু অতীতে যে দুটো সার্চ কমিটি করেছে তাতে কোনো সংসদ সদস্য ছিল না। আমাদের  নির্বাচন কমিশন আইন খসড়ায় আমরা কিন্তু ৩ জন সংসদ সদস্য রাখার সুপারিশ করেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status