বাংলারজমিন

নবীগঞ্জের ৪ ইউপিতে নৌকা বাকি ৯টিতে স্বতন্ত্র জয়ী

স্টাফ রিপোর্টার,নবীগঞ্জ থেকে

২৮ নভেম্বর ২০২১, রবিবার, ৯:০১ অপরাহ্ন

নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৩য় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাত্র ৪টি ইউনিয়নে বিজয়ী হয়েছেন। বাকি ৯টি ইউনিয়নে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। উপজেলা নির্বাচন কমিশন সূত্রের শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত জানা গেছে, চেয়ারম্যান পদে বেসরকারিভাবে এগিয়ে আছেন চেয়ারম্যান পদে ১নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী রঙ্গলাল দাশ (ঘোড়া), ২নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  আক্তার হোসেন ছুবা (নৌকা), ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী নোমান হোসেন (ঘোড়া), ৪ দীঘল বাক ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. ছালিক মিয়া (আনারস), ৫নং আউশকান্দি ইউনিয়নে দিলওয়ার হোসেন (নৌকা), ৬নং কুর্শি ইউনিয়নে সৈয়দ খালেদুর রহমান (আনারস), ৭নং করগাঁও ইউনিয়নে নির্মললেন্দু দাস রানা (ঘোড়া), ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে হাবিবুর রহমান (নৌকা), ৯নং বাউসা ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শিশু (আনারস), ১০ নং দেবপাড়া ইউনিয়নে সুমন, ১১নং গজনাইপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমান মুকুল (আনারস), ১২নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুল হক চৌধুরী (আনারস), ১৩নং পানিউমদা ইউনিয়নে ইজাজুর রহমান (নৌকা)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status