অনলাইন
যে কারণে সুইজারল্যান্ড না গিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
২০২১-১১-২৮
সরকারি অনুষ্ঠানে যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কিন্তু করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করতে দুবাই থেকে দেশে ফিরে এসেছেন তিনি।
আজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
গতকাল শনিবার সুইজারল্যান্ডে সরকারি প্রোগ্রামের উদ্দেশে রওনা দিয়েও দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে আসেন তিনি।
এতে আরও বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুতই দেশে ওমিক্রন মোকাবিলা করার বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন। বৈঠক শেষে মিডিয়া ব্রিফ করে স্বাস্থ্যখাতের প্রস্তুতির সর্বশেষ তথ্য দেশবাসীকে জানাবেন।
আজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
গতকাল শনিবার সুইজারল্যান্ডে সরকারি প্রোগ্রামের উদ্দেশে রওনা দিয়েও দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে আসেন তিনি।
এতে আরও বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুতই দেশে ওমিক্রন মোকাবিলা করার বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন। বৈঠক শেষে মিডিয়া ব্রিফ করে স্বাস্থ্যখাতের প্রস্তুতির সর্বশেষ তথ্য দেশবাসীকে জানাবেন।