অনলাইন

শিক্ষার্থীদের দাবির প্রতি বিএনপির সমর্থন

স্টাফ রিপোর্টার

২৮ নভেম্বর ২০২১, রবিবার, ১:৪৮ অপরাহ্ন

গণপরিবহনে ‘হাফ ভাড়া’ কার্যকরের জন্য শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বিএনপি। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলের সমর্থনের কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বারবার বলছেন উন্নয়ন, উন্নয়ন। আপনার কিসের উন্নয়ন করেছেন? আজকের স্কুল-কলেজের শিক্ষার্থীরা বাস ভাড়া কমানোর দাবিতে রাস্তায় নেমেছে। তারা বলছে হাফ পাস দিতে হবে। কেন বলছে? কারণ তাদের পড়ালেখার খরচ অনেক বেশি। এসব মধ্যবিত্ত, নিম্ন পরিবারের যারা রয়েছে তাদের সন্তানদের লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছেন। এরমধ্যে বাস ভাড়া আরো বাড়িয়ে দিয়ে তাদেরকে চরম একটা বিপর্যয়ের মুখে ঠেলে দেয়া হয়েছে।

সরকার জনগণের সাথে প্রতারণা করছে অভিযোগ করে ফখরুল বলেন, প্রথমে ডিজেল, কেরোসিনের দাম ১৫ পার্সেন্ট বাড়ালো সরকার। পরের দিন পরিবহন মালিক শ্রমিকদের দিয়ে স্ট্রাইকে বসিয়ে দিল। এসব ভাড়া বাড়ানো, জ্বালানির দাম বাড়ানো, কার স্বার্থে? আওয়ামী লীগের লোকজন নিজেদের পকেট ভারি করার জন্য জনগণের পকেট কাটছে। আজকে ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। ভাড়া কমানোর জন্য। সরকার বলছে, আমরাতো বিআরটিসি বাসের ভাড়া কমিয়েছি। কিন্তু প্রাইভেট বাসের ভাড়াতো আমরা কমাতে পারবো না।

‘তোমরা প্রাইভেট টেলিফোন মোবাইল কন্ট্রোল করতে পারো, তোমরা প্রাইভেট সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারো সেখানে তোমরা ছেলেদের বাস ভাড়া কমিয়ে সেখানে দু হাজার কোটি টাকা ভর্তুকি তোমরা দেবে না কেন? তাদের লেখাপড়ার জন্য, ছেলে-মেয়েদের উন্নত ভবিষ্যতের জন্য আজকে আমি এই সমাবেশ থেকে শিক্ষার্থীদের দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। এর সাথে দাবি করছি অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে হাফ পাসের ব্যবস্থা করা হোক।

মির্জা ফখরুল বলেন, আজকে সারা দেশের মানুষ একটি কারাগারে বাস করছে। একটুও শান্তি নেই। কেউ হাসি মুখে কথা বলে না। কেউ নিরাপদে রাস্তায় বেরোতে পারে না। তাদের জীবন-জীবিকা চালাতে পারেনা। এমন এক ভয়াবহ অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ রয়েছে।

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। গুরুতর অসুস্থ। প্রতিদিন চিকিৎসকরা তার জীবন রক্ষার জন্য পরিশ্রম করছেন। তাকে এভাবে বাইরে যেতে না দেয়া কেন? তাকে শর্তসাপেক্ষে আটক রাখার কারণটা কেন? তার একটাই কারণ, বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি বাংলাদেশের শুরু থেকে এখন পর্যন্ত মানুষের জন্য কাজ করছেন। মানুষের জন্য কথা বলেছে। আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য আহবান জানাচ্ছি।

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনু মোহাম্মদ শামীম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথীকা বিনতে হোসাইন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status