বাংলারজমিন

ঘাটাইলে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২১, রবিবার, ১২:৫১ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে ভোট দেয়াকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার বানিয়াপাড়া এলাকায় দারুস সুন্নাহ হাফিজিয়া ও নুরানী মাদরাসা এবং এতিমখানা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
জানা যায়, পৌরসভার বানিয়াপাড়া এলাকার ৪নং ওয়ার্ডের কেন্দ্রে

কাউন্সিলর প্রার্থী আবু হায়দার লিটন সরকার (বোতল) প্রতীকের এজেন্ট ও অপর প্রার্থী আশরাফুল জামান মামুনের (উটপাখি) সমর্থকের সাথে ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এঘটনায় আবু হায়দার লিটনের ছোট ভাই টিটু সরকারসহ দুইজন আহত হয়। এতে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ স্থগিত থাকে ওই কেন্দ্রে।
বোতল প্রতীকের কাউন্সিলর প্রার্থী আবু হায়দার লিটন সরকার বলেন, প্রতিপক্ষের লোকজন ভোটারদের ভোট তারা নিজেরাই দিয়ে দিচ্ছিল। পরে প্রতিবাদ করলে তারা অতর্কিতভাবে হামলা করে। এ ঘটনায় আমার এজেন্ট ও ছোট ভাই মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন বলেন, কেন্দ্রে তেমন কোন ঘটনা ঘটেনি। এই কেন্দ্রে বিপুল ভোটার উপস্থিতি রয়েছে। এটাকে কেন্দ্র করে ছোটখাটো উত্তেজনা ছিল। পরে সেটি নিরসন করা হয়েছে। এখন পর্যন্ত কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই কেন্দ্রে আহত হওয়ার কোন খবর জানা নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status