বাংলারজমিন

‘বডি ওর্ন ক্যামেরা’ নিয়ে ভোটকেন্দ্রে দায়িত্বে পুলিশ

ফেনী প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২১, রবিবার, ১১:১৮ পূর্বাহ্ন

অত্যাধুনিক ‘বডি ওর্ন’ ক্যামেরার যুগে প্রবেশ করেছে ফেনী জেলা পুলিশ। জেলার ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার আটটি ইউনিয়নের নির্বাচনে প্রথমবারের মতো অত্যাধুনিক বডি ওর্ন ব্যবহার করছে পুলিশ। রোববার সকালে বেশ কিছু কেন্দ্রে পুলিশের উপ-পরিদর্শকের বডিতে ক্যামেরা সেট করা অবস্থায় ডিউটি পালন করতে দেখা যায়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, এসআই হাবিব, এসআই রিয়াজসহ একাধিক পুলিশ কর্মকর্তা বডিতে ক্যামেরা সেট করে দায়িত্ব পালন করছেন। ছোট আকৃতির এই ক্যামেরা দায়িত্বরত একজন পুলিশ সদস্যের অন্যান্য কম্পলসারি অ্যাক্সেসরিজের মতো ইউনিফর্মের সঙ্গে বিশেষ পদ্ধতিতে সংযুক্ত করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশে কাজের সচ্ছতা, জবাবদিহিতা ও পুলিশিং কাজে আরো গতিশীলতা আনতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার হয়। বডি ওর্ন ক্যামেরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে, ওয়াইফাই এবং থ্রিজি, ফোরজি নেটওয়ার্ক ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে। বডি ওর্ন ক্যামেরায় সহজেই অডিও ধারণসহ স্টিল ছবিও ক্যাপচার করা যায়।

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বডি ওর্ন ক্যামেরা ব্যবহারে ফেনীর পুলিশ আধুনিকায়নের পথে আরেক ধাপ এগিয়ে গেল। এ ক্যামেরার মাধ্যমে পুলিশের কাজের সচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা প্রকাশ পাবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status