শেষের পাতা

খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে ২৬৮৪ চিকিৎসকের বিবৃতি

স্টাফ রিপোর্টার

২৮ নভেম্বর ২০২১, রবিবার, ৯:২০ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৬৮৪ জন চিকিৎসক। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা।
বিবৃতিতে তারা বলেন, বেগম খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সাবেক সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের স্ত্রী। তিনি এ দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে খালেদা জিয়ার অবদান অপরিসীম। অথচ আমরা বেদনাহত হৃদয়ে লক্ষ্য করছি একজন নাগরিকের মৌলিক অধিকার পছন্দমতো চিকিৎসা নেয়ার সুযোগ থেকে তিনি ক্রমাগত বঞ্চিত হচ্ছেন। একটি মিথ্যা সাজানো মামলায় ফরমায়েশী রায়ে কারাগারে যাওয়ার পর থেকেই বেগম জিয়া ভয়াবহভাবে শারীরিক জটিলতায় ভুগছেন।
তারা বলেন, ইতিপূর্বে ড্যাবসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বারবার খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে। কিন্তু কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার কোনো কর্ণপাত করেনি। এমনকি পরিবারের লিখিত আবেদনেরও কোনো গুরুত্ব দেয়নি। প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনের অপব্যাখ্যা দিয়ে বারবার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে। গত তিন বছরে সরকারের নিষ্ঠুরতার শিকার হয়ে বয়স্ক এই নারী বিনা চিকিৎসায় আজ মৃত্যুর দ্বারপ্রান্তে।
বিবৃতিতে তারা আরও বলেন, চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশ ক্রমবর্ধমান এগিয়ে গেলেও এখনো বেশকিছু সীমাবদ্ধতা বিদ্যমান। যার ফলে এ দেশের চিকিৎসকগণের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও খালেদা জিয়া আশানুরূপ আরোগ্য লাভের পরিবর্তে ধীরে ধীরে অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় চিকিৎসক হিসেবে আমাদের আকুল আহ্বান জরুরি ভিত্তিতে তার মুক্তির ব্যবস্থা গ্রহণপূর্বক বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করা হোক। অন্যথায় চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারের বর্তমান নীতিনির্ধারকদের বহন করতে হবে।
বিবৃতিতে ড্যাবের স্বাক্ষরকারী চিকিৎসকরা হলেন- অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ডা. মো. আব্দুস সালাম, ডা. মো. আব্দুস সেলিম, অধ্যাপক ডা. শহিদুল আলম, ডা. শাহাদাত হোসেন, অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. মো. শহিদ হাসান, ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, অধ্যাপক ডা. শামীমুর রহমান, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ, অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, অধ্যপক ডা. শাহাব উদ্দিন, অধ্যাপক ডা. মওদুদুল হক পাভেল, অধ্যাপক ডা. কামরুল হাসান সরদার, ডা. মো. ওবায়দুল কবির খান, ডা. তৌহিদুর রহমান ববি, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, অধ্যাপক ডা. নুর উদ্দিন, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. মো. আমিনুল হক, অধ্যাপক ডা. মঈনুল হক সরকার, অধ্যাপক ডা. শহিদুর রহমান, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. রফিকুল সালেহীন, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. মো. মেহেদী হাসান, ডা. একেএম মহিউদ্দিন ভুঁইয়া মাসুম, ডা. বি. গনি ভূঁইয়া, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিশ সিমকি, ডা. কাজী সাইফুদ্দিন বেন্নুর, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. পরিমল চন্দ্র মল্লিক, ডা. আমিনুর রশিদ লিটন, ডা. তমিজ উদ্দিন মানিক, ডা. জিন্নুরাইন নিউটন, ডা. একেএম মজিবুল হক দোয়েল, ডা. আবু হেনা হেলাল উদ্দিন, অধ্যাপক ডা. কাজী মাযহারুল ইসলাম দোলন, ডা. পারভেজ রেজা কাকন, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. শেখ ফরহাদ, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. আবুল কেনান, অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিন, ডা. রিদওয়ানুল ইসলাম, ডা. বদর উদ্দিন সোহেল, ডা. শামসুল আলম, ডা. হাসানুল আলম শামীম, ডা. শহিদুল হাসান বাবুল, অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, ডা. এম এ আলিম, ডা. মো. ফয়েজুর রহমান, ডা. রেজাউল আলম নিপ্পন, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. হারুন উর রশিদ খান রাকিব, ডা. মোহাম্মদ ফখরুজ্জামান, ডা. মো. আবু নাসের, ডা. একরামুল রেজা টিপু, ডা. মনিরুল ইসলাম চয়ন, ডা. একেএম খালেকুজ্জামান দিপু, ডা. মো. আকরামুজ্জামান, ডা. আতিকুর রহমান সুজন, ডা. মতিউর রহমান আজাদ, ডা. একেএম কবির আহমেদ রিয়াজ, ডা. তরিকুল ইসলাম আয়াজ, ডা. দিদারুল আলম, ডা. মো. আরিফুজ্জামান পলাশ, ডা. আসফাক নবী কনক, ডা. মুরাদ হোসেন, ডা. মুহাম্মদ জাফর ইকবাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. এস.এ. মাহবুব মুন্না, ডা. এরফান আহমেদ সোহেল, ডা. গালিব হাসান, ডা. সায়েম মনোয়ার, ডা. তৌফিক আহসান জয়, ডা. সারওয়ার আলম, ডা. শাওন বিন রহমান, ডা. এনামুল হক, ডা. মো. শহিদুল ইসলাম, ডা. মারুফ হাসান, ডা. জাহাঙ্গীর আলম, ডা. স্বপন কুমার মণ্ডল, ডা. কাজী মুহাম্মাদ কামরুল ইসলাম, ডা. মশিউর রহমান কাজল, ডা. মোহাম্মদ আবু সায়েম, ডা. শামসুজ্জমান রানা, ডা. মুহাম্মদ সাইদ মাহমুদ, ডা. আবুল ফাত্তাহ, ডা. বাসেদুর রহমান সোহেল, ডা. শাহনেওয়াজ দেওয়ান, ডা. আবু সাইদ মো. মহিবুল্লাহ, ডা. বশির আহমেদ হৃদয়, ডা. নাজমুল আহসান রনি, ডা. নিলুফা ইয়াসমিন, ডা. জাকিয়া সুলতানা, ডা. শহিদুল হক রাহাত, ডা. মেহবুব আহসান রনি, ডা. মাসরুক জাহান সাকলাইন, ডা. শামসুল আরেফিন সুমন, ডা. এমএ সাইদ সিদ্দিকী জনি, ডা. আসলাম উদ্দিন, ডা. ফারুক আহমেদ, ডা. আরাফাত রহামন পাভেল, ডা. মো. সায়েম, ডা. মোস্তাহিজুর রহমান, ডা. মোহাম্মদ আল আমিন, ডা. মো. রাকিবুজ্জামান, ডা. মজিবুর রহমান হাওলাদার, ডা. শরিফুল ইসলাম মণ্ডল, ডা. সাইফুল ইসলাম, ডা. মারুফ আহমেদ, ডা. শাহ মো. ফয়সাল ইসকান্দার জয়, ডা. সিরাজুল সালেহীন প্রিন্স, ডা. বদরুল আলম মিলন, ডা. রহুল আমীন খান খোকন, ডা. মিজানুর রহমান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status