ভারত
ভারতে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট, পাঁচ রাজ্যে সংক্রমণ ফের ছড়াচ্ছে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২৬ নভেম্বর ২০২১, শুক্রবার, ১০:১৪ পূর্বাহ্ন

ভারতে আবার নতুন করে কোভিডের থাবা। তিনটি দেশ থেকে কোভিডের নতুন এক ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে। এই B. 1. 1529 টাইপ ভ্যারিয়েন্ট দ্রুত কোষ বিভাজনের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ে। অনুমান করা হচ্ছে বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা ও হংকং থেকে এই ভ্যারিয়েন্ট ভারতে প্রবেশ করেছে।
এই তিন দেশ থেকে আসা পর্যটকদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করার নির্দেশ দেয়া হয়েছে। দুই নভেম্বরের পর বৃহস্পতিবার কোভিড সব থেকে তীব্র হয় পাঁচ রাজ্যে। রাজ্যগুলি হল- কেরালা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও মিজোরাম। এর মধ্যে বৃহস্পতিবার কেরালায় আক্রান্ত হয়েছে সর্বাধিক পাঁচ হাজার ৯৮৭ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে ৭৫৮ জন, মৃত ১১। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই পাঁচ রাজ্যে অশনি সংকেত দেখছে। রাজ্য গুলিকে কোভিড অনুশাসন মানার জন্য কড়া নির্দেশও পাঠানো হয়েছে।
এই তিন দেশ থেকে আসা পর্যটকদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করার নির্দেশ দেয়া হয়েছে। দুই নভেম্বরের পর বৃহস্পতিবার কোভিড সব থেকে তীব্র হয় পাঁচ রাজ্যে। রাজ্যগুলি হল- কেরালা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও মিজোরাম। এর মধ্যে বৃহস্পতিবার কেরালায় আক্রান্ত হয়েছে সর্বাধিক পাঁচ হাজার ৯৮৭ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে ৭৫৮ জন, মৃত ১১। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই পাঁচ রাজ্যে অশনি সংকেত দেখছে। রাজ্য গুলিকে কোভিড অনুশাসন মানার জন্য কড়া নির্দেশও পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]