বাংলারজমিন

‘কিং অব রূপসা’র ১০ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২৬ নভেম্বর ২০২১, শুক্রবার, ৯:১৭ অপরাহ্ন

খুলনা মহানগরী ও জেলার সর্বত্রই বাড়ছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। বিপথগামী শিশু ও তরুণ সমাজের একটি বড় অংশ এখন গ্যাং কালচারের সঙ্গে যুক্ত। চিকি গ্যাং, ফরাজী গ্যাং, ডেঞ্জার বয়েজ, টিপসি বয়েজ, গোল্ডেন বয়েজ, কিং অব রূপসা এ রকম বিভৎস নাম দিয়ে কিশোর অপরাধীরা পাড়া মহল্লায় নিজেদের আধিপত্য জানান দিচ্ছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিনতাই, চাঁদাবাজি, মাদক সেবন ও বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে। তাদের এসব কাণ্ডের জন্য কিশোর অপরাধীদের পরিবারের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। গত ২৩শে নভেম্বর রাতে র‌্যাব-৬ নগরীর রূপসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘কিং অব রূপসা’র  ১০ সদস্যকে আটক করেছে। ওইসব সদস্যরা নগরীতে ছিনতাই, মাদক সেবন ও নানা অপরাধের সঙ্গে  সম্পৃক্ত রয়েছে। আটককৃত কিশোর গ্যাংয়ের কাছ থেকে মাদক, নেইল কাটার, চিমটা চাকু, মোবাইল ফোন, সিগারেট, মানিব্যাগ, টর্চলাইট, ব্রেসলট, লাইটার, গাড়ির চাবি, ৩টি মোটরসাইকেল এবং নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো- লবণচরা থানাধীন আল আমিন সড়ক স্লুুইসগেট এলাকার মৃত আশরাফ হাওলাদারের ছেলে মো. শাহীন হাওলাদার (১৭), মোক্তার হোসেন সড়কের সুলতান আলী শেখের ছেলে শফিকুল ইসলাম অপু (১৭), মো. নাসির হাওলাদারের ছেলে মো. পলাশ হাওলাদার (১৭), মো. রুহুল আমিনের ছেলে মো. মেহেদী হাসান রিমন (১৭), আকমান শেখের ছেলে হৃদয় শেখ (১৭), মো. রফিকুল ইসলামের ছেলে মো. হৃদয় (১৬), শফিকুল ইসলাম বাদলের ছেলে মো. মিরাজুল ইলাম রাতুল (১৭), শীপইয়ার্ড মোড় এলাকার মো. আব্দুল ওহাব শেখের ছেলে মো. রাতুল ইসলাম জিসান (১৫), কাদের ভাণ্ডার গলির মো. রফিকুল ইসলাম রাজার ছেলে মো. মৃদুল হাসান তনু (১৭), ইসলামবাগ সড়কের মো. মিরাজ গাজীর ছেলে মো. ফেরদৌস গাজী (১৭)। র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে কিশোর গ্যাং ‘কিং অব রূপসা’ এর সদস্যদের নানা অপরাধের বিষয় তুলে ধরেন। এর আগেও গত ৭ই নবেম্বর র‌্যাব-৬ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১২ জন কিশোর ও একজন কিশোরীকে আটক করেছিল। র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে বলেন, ২৩শে নভেম্বর রাত আড়াইটার দিকে সদর কোম্পানীর একটি অভিযানিক দল নগরীর লবণচরা থানাধীন খানজাহান আলী সেতুর নিচ থেকে ‘কিং অব রূপসা’ নামক কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে আটক করেছেন।
সদর কোম্পানী কমান্ডার এসপি মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লে. মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তাদের এই গ্রুপে ২০-২৫ জন সদস্য রয়েছে। এরা সবাই মধ্যবিত্ত পরিবারের বখে যাওয়া সন্তান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status