অনলাইন

‘হায়াত-মউত আল্লাহ’র কাছে’

স্টাফ রিপোর্টার

২০২১-১১-২৫

অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তার দায় সরকারকে নিতে হবে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা যারা ধর্ম বিশ্বাস করি, হায়াত-মউত আল্লাহ কাছে। চিকিৎসা করাতে হবে, এটা অবশ্যই আছে।

আইনমন্ত্রী বলেছেন, আরও যদি ভালো চিকিৎসার প্রয়োজন হয় বলে মনে করেন বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসবেন, তা সরকার দেবে। কিন্তু একজন মানুষ মরে গেলে এর দায় সরকার তো তাকে গলাটিপে মারছে না । তার দায় সরকারের উপর ফেলে দেবেন, তা তো ঠিক না।

বৃহস্পতিবার সড়ক পরিবহন মালিক সমিতির বার্ষিক সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারটা নিয়ে যতটা না কথা বলছেন, তার চেয়ে বেশি তারা রাজনীতি করছেন। এই ইস্যুটাকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করে যাচ্ছেন। এই বিষয়ে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, সরকারের নিয়ম অনুযায়ী যাদের যে বিষয়ে কথা বলা দরকার, তারা সে বিষয়ে কথা বলবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status