ভারত
বিজেপি সাংসদ, প্রাক্তন ভারত অধিনায়ক গৌতম গম্ভীরকে খুনের দ্বিতীয় হুমকি
বিশেষ সংবাদদাতা
২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১১:০৪ পূর্বাহ্ন

বিজেপি সাংসদ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক গৌতম গম্ভীরকে খুন করার হুমকি দিয়ে দ্বিতীয় ই-মেইলটি এসেছে বুধবার। প্রথম হুমকি সম্বলিত মেইলটি এসেছিল মঙ্গলবার। আইএস কাশ্মীর এর ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে বলে গম্ভীরের পক্ষ থেকে দিল্লি পুলিশকে জানানো হয়েছে। বলা হয়েছে- আইএসকাশ্মীর@ জিমেইল ডট কম থেকে মেইল দুটি এসেছে। আশঙ্কার কথা, দ্বিতীয় মেইলের সঙ্গে গৌতমের দিল্লির বাসভবনের বাইরের অংশের ভিডিও জুড়ে দেয়া হয়েছে। মেইলে হুমকি দেয়া হয়েছে যে, গৌতম গম্ভীর যদি রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেন তাহলে তাকে সপরিবারে হত্যা করা হবে। দ্বিতীয় মেইলে বলা হয়েছে, কাশ্মীর নিয়ে গম্ভীর বলা বন্ধ না করলে তাকে হত্যা করা হবে। দুটি মেইল নিয়ে দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]