কলকাতা কথকতা
কলকাতা কথকতা
অদ্ভুত ঘটনা! চার মুক-বধির ধর্ষণ করেছে এক মুক-বধির নারীকে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২১-১১-২৫
এক মুক-বধির নারীর অভিযোগের ভিত্তিতে চার মুক-বধির ব্যক্তিকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে অভিযোগ পাওয়ার চার মাস পরে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে, অভিযোগকারী এবং অভিযুক্তরা কথা বলতে না পারায় তদন্তে সমস্যা হয়েছে এবং শেষ পর্যন্ত ইন্টারপ্রেটরের সাহায্য নিয়ে তদন্ত চালানো হয়েছে। অভিযোগকারীর বক্তব্য, এক মুক-বধির যুবকের সঙ্গে তার সাত বছরের সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্ক ছেদ হওয়ার পর ওই ব্যক্তি এবং তার তিন মুক-বধির বন্ধু তাকে ধর্ষণ করেছে। জুলাই মাসে অভিযোগ লিপিবদ্ধ হলেও এবং তরুণীর মেডিকেল পরীক্ষা সেই সময় হলেও অপরাধীদের ধরা যায়নি কেউ কথা বলতে বা শুনতে না পাওয়ায়। চারমাস পরে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।